অনলাইন ডেস্ক:
বরগুনায় আকস্মিক ঝড়ের সময় বজ্রপাতে বেতাগীর মোকামিয়ায় বিশখালী নদীতে মাছ ধরার সময় আবুল কালাম (৩৫) নামের এক জেলে নিহত হয়েছেন। এ সময় আব্দুর রহমান নামের অপর এক জেলে আহত হন।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে।
এছাড়া বরগুনার সদর উপজেলার বড় লবনগোলা গ্রামে গৃহবধূ রেনু বেগম (৬০) এবং পাথরঘাটা উপজেলার কালিপুর গ্রামের কৃষক মো. ইব্রাহিম (৩০) ঘরের নিচে চাপা পরে আহত হন।
সোমবার ভোর রাত সাড়ে ৫টার দিকে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। ঝড়ে সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের গোলবুনিয়া, সদর ইউনিয়নের দক্ষিন হেউলিবুনিয়া, কালিতবক, ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ চৌমুহনী, নলী, ই্টবাড়িয়া, আমতলী উপজেলার আড়পাংগাশিয়া ইউনিয়নের, বালিয়াতলী চরকগাছিয়া, গোজখালী, মধ্য আড়পাংগাশিয়া, উত্তর তারিকাটা, পাথরঘাটা উপজেলার কামার হাট, বিশখালী ও বলেশ্বর নদীর পাড়ে অবস্থিত বসতবাড়িসহ জেলায় প্রায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ের পর থেকে দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এছাড়া বদর ইউনিয়নের তেতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, বদরখালী মাদ্রাসা ও ঢলুয়া ইউনিয়নের ডালভাঙা মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।