30 C
Dhaka
এপ্রিল ১৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অন্যান্য

বরিশাল সিটির ৮ ও ২২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচনের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল সিটি করপোরেশনের ৮ ও ২২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদের উপনির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৯ মার্চ এ দুটি পদে ভোটগ্রহণ করা হবে। এ নির্বাচনের তপশিল ঘোষণা করেন বরিশালের জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান মুন্সী।

তপশিল অনুযায়ী আগামী ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের পরে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি আপিল করার সময় নির্ধারণ করা হয়েছে। ১৯ ও ২০ ফেব্রুয়ারি আপিল নিষ্পত্তি শেষে ২২ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ শেষে প্রচার শুরু হবে।

গত ১১ জুন বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে নগরীর ৮ নম্বর ওয়ার্ড থেকে ষষ্ঠবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন বিএনপি নেতা সেলিম হাওলাদার। কিন্তু গত ২৮ জুন ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। অপরদিকে ২২ নম্বর ওয়ার্ডে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগ নেতা মো. আনিছুর রহমান দুলাল কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে গত বছরের ১০ সেপ্টেম্বর মারা যান। তাদের মৃত্যুতে এ দুটি ওয়ার্ডরে কাউন্সিলর পদ শূন্য হয়।

জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান মুন্সী জানান, ৯ মার্চ দুটি ওয়ার্ডেই ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ৮ নম্বর ওয়ার্ডে তিনটি ও ২২ নম্বর ওয়ার্ডে চারটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। দুটি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৫৩৮ জন।

সম্পর্কিত পোস্ট

তদন্তে প্রমাণিত অভিযুক্ত শিক্ষকের পৃষ্ঠপোষকতায় জাপান সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি

banglarmukh official

জামান পার্কে ইমরানের স্ত্রী, বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

banglarmukh official

এইচএসসির ফলাফল ঘোষণায় নতুন সিদ্ধান্ত

banglarmukh official

মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর আহ্বান উপদেষ্টা নাহিদের

banglarmukh official

চীন-বাংলাদেশ সরাসরি জাহাজ চলাচল শুরু

banglarmukh official

দৈনিক যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ

banglarmukh official