বরিশালে সার্জেন্ট কিবরিয়া পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে। (২০ফেব্রুয়ারি) রবিবার সকালে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন হিরন পয়েন্টে নিহত সার্জেন্ট কিবরিয়ার স্মরণে এই পুলিশ বক্সের উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও অতিরিক্ত আইজিপি মো: শাহাবুদ্দিন খান।
পুলিশ বক্সের নির্মাণের সার্বিক তত্বাবধানে ছিলেন ডিসি ট্রাফিক এস এম তানভীর আরাফাত। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এডিশনাল কমিশনার ক্রাইম এন্ড অপস এনামুল হক, ডিসি হেড কোয়াটার মো: নজরুল ইসলাম,ডিসি সাপ্লাই জুলফিকার আলি হায়দারসহ অন্যান্যরা।
এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিহত সার্জেন্ট কিবরিয়ার বাবা ইউনুস আলি সর্দার, মা শাহিদা বেগম, স্ত্রী সার্জেন্ট মৌসুমি ও ছেলে এস এম ওহীসহ পরিবারের সদস্যরা।
উল্লেখ্য ২০১৯ সালের ১৫ই জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে সার্জেন্ট কিবরিয়া ডিউটিরত অবস্থায় একটি ট্রাক থামাতে সিগনাল দিলে, ট্রাকটি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেসময় সার্জেন্ট কিবরিয়া তার মোটরসাইকেল নিয়ে ট্রাকটিকে আটক করার চেষ্টা করলে কিবরিয়াকে চাপা দিয়ে পালিয়ে যায় ঘাতক ট্রাক ড্রাইভার।
মূমুর্ষ অবস্থায় স্থানীয়রা কিবরিয়াকে হাসপাতালে নিলেও শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানে সার্জেন্ট কিবরিয়া। ২০১৯ সালের ১৬ জুলাই ঢাকায় চিকিৎসারত অবস্থায় মারা যান সার্জেন্ট কিবরিয়া। শহীদ সার্জেন্ট কিবরিয়ার নামে পুলিশ বক্স নির্মাণ করায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কিবরিয়ার পরিবার।