মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচ দেখতে ইতিমধ্যে ঢাকায় এসেছেন আইসিসির বর্তমান চেয়ারম্যান ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর সাবেক সভাপতি শশাঙ্ক মনোহর। বুধবার (৬ ফেব্রুয়ারি) বিকালে একটি বিশেষ বিমানে ভারত থেকে হযরত শাহজাজাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিসিবি সূত্রে জানা যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের অনুরোধেই বাংলাদেশ সফরে এসেছেন শশাঙ্ক। তিন দিনের সফরে এসে শশাঙ্ক মনোহর এখন ঢাকায় অবস্থান করছেন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিসিসিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ কিউরেটররা।
বিমানবন্দরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা তাদের স্বাগত জানান। এরপর বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি বিশেষ বৈঠকে বসবেন মনোহর ও তার সহযোগীরা। ৮ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন এবং বিপিএল ষষ্ঠ আসরের ফাইনাল ম্যাচ উপভোগ করবেন তিনি। পরে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে যাবেন তারা।

এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে কয়েকটি সংবাদ মাধ্যমের প্রকাশির সংবাদের জানানো হয়, চলতি বছরের এপ্রিল-মে মাসে ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে সম্ভাব্য সহিংসতার বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ইন্ডিয়ান অরিমিয়ার লিগের (আইপিএল) ১৮টি ম্যাচ বাংলাদেশে আয়োজনের প্রস্তাব দেয় বিসিসিআই। তবে বিসিসিআই-এর এই প্রস্তাবে অসম্মতি জানায়নি বিসিবি।
এই বিষয়ে আলোচনা এগিয়ে নিতেই ৬ ফেব্রুয়ারি তিনদিনের বাংলাদেশ সফরে আসেন শশাঙ্ক মনোহর। ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিসিবির উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে ৮ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল ষষ্ঠ আসরের ফাইনাল ম্যাচটি উপভোগ করবেন তিনি।
তবে বাংলাদেশে আইপিএলের ম্যাচ আয়োজনের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি দুই দেশের ক্রিকেট বোর্ডের কোনোটিই।