বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে থানা চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. এনামুল হক।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বিগত ওপেন হাউজ ডে’র কার্যবিবরণী তথা জবাবদিহিতা নিশ্চিত করে আগত ভুক্তভোগীর কথা সারাসরি শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এসময় মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান এর বরাত দিয়ে অতিরিক্ত কমিশনার এনামুল হক বলেন, ‘প্রো এক্টিভ পুলিশিং এর ওপর গুরুত্ব দিতে হবে। অপরাধ করা আর ধরা নয়, অপরাধ দানাবাঁধার আগেই তা দমন করা আধুনিক পুলিশিং। এসময় পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পুলিশ সদস্যদের প্রতি নির্দেশ দেন তিনি।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ চন্দ্র হালদার এর সভাপতিত্বে ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএমপি’র উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাকির হোসেন মজুমদার- পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) শেখ মোহাম্মদ সেলিম, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থানা) মো. খলিলুর রহমানসহ থানার অন্যান্য কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।