তানজীল শুভ:
আজ ২৮ মার্চ রোজ বুধবার অনুষ্ঠিত হয়েছে শহরের অন্যতম প্রতিষ্ঠান আলহাজ্ব দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।অনুষ্ঠানটি শুরু হয় সকাল ১০ টায় স্কুল এর মাঠে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদ এর চেয়ারম্যান জনাব মোঃ মইদুল ইসলাম,এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জাহাঙ্গীর আলম এবং উপজেলা শিক্ষা অফিসার জনাব রফিকুল ইসলাম তালুকদার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাবা নাছিমা বেগম।
সভাপতিত্ব করেন আলহাজ্ব দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জনাব রিয়াজ উল কবির। এবং আরো উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ।অনুষ্ঠানের প্রথমেই সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের আসনগ্রহণ এবং অতিথিবৃন্দের ফুলের তোড়া দিয়ে বরণ ও ব্যাচ প্রদান,পবিত্র কুরআন তিলাওয়াত, জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশন, প্রধান শিক্ষকের স্বাগত বক্তব্য, বিশেষ অতিথিবৃন্দের ভাষণ,প্রধান অতিথি কর্তৃক উদ্বোধন ঘোষণা ও পায়রা মুক্তি, ক্রীড়া মশাল প্রজ্জ্বলন ও মাঠ প্রদক্ষিণ, প্রতিযোগীদের শপথবাক্য পাঠ,ছাত্রীদের অংশগ্রহণে কুজকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনের পর প্রতিযোগীতা শুরু হয় সবশেষে পুরষ্কার বিতরণী এবং সভাপতির ভাষণ এবং ধন্যবাদ জ্ঞাপন এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়