31 C
Dhaka
এপ্রিল ২৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক ক্রিকেট খেলাধুলা

ইনিই হলেন টেন্ডুলকারের ব্যাটিং হিরো

বিশ্বে লাখ লাখ মানুষের কাছে তিনি নিজেই একজন হিরো। তাকে অনুসরণ করে আন্তর্জাতিক অঙ্গনে উঠে এসেছেন অনেক ক্রিকেটার। সেই ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারেরও একজন হিরো আছেন। খেলোয়াড়ী জীবনে যাকে অনুসরণ করতেন তিনি। সেই হিরো হলেন ক্যারিবীয় কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডস। জন্মদিনে ভিভিয়ান নিজের হিরোর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা জানালেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় সব ব্যাটিং রেকর্ড নিজের করে নেওয়া শচীন।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ভিভ রিচার্ডস ক্রিকেটবিশ্বে পরিচিত তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য। বৃহস্পতিবার ছিল তার ৬৭তম জন্মদিন। শচীন সোশ্যাল সাইট টুইটারে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। ভিভের সঙ্গে একটি ছবি পোস্ট করে শচীন লিখেছেন,’ শুভ জন্মদিন ভিভিয়ান রিচার্ডস। আমার ব্যাটিং হিরো। ক্যারিয়ার জুড়ে যে সহযোগিতা তোমার কাছ থেকে পেয়েছি, তা সারা জীবন মনে রাখব।’

১৯৭৪ সালে ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হয় রিচার্ডসের। ওই সিরিজের দ্বিতীয় টেস্টেই করেন সেঞ্চুরি। ১৯৭৫ ও ১৯৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিল তার। ১৯৭৯ বিশ্বকাপের ফাইনালে লর্ডসে অসাধারণ সেঞ্চুরি করেন। অধিনায়ক হিসেবেও দুর্দান্ত সাফল্য পান তিনি। ২০০২ সালে উইজডেনের ‘গ্রেটেস্ট ব্যাটসম্যান অল টাইম’ মনোনীত হন। ২৪টি সেঞ্চুরি ও ৪৫টি হাফ-সেঞ্চুরিতে ১২১ টেস্টে তার সংগ্রহ ৮৫৪০ রান। আর ১৮৭ ওয়ানডেতে রানসংখ্যা ৬৭২১। সেঞ্চুরি ১১টি এবং হাফ সেঞ্চুরি ৪৫টি।

সম্পর্কিত পোস্ট

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে: তুরস্ক

banglarmukh official

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্র থেকে বাংলাদেশিসহ আটক ৮০

banglarmukh official