ফেব্রুয়ারি ২৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

ঝালকাঠিতে পিকনিকের কথা বলে ডেকে নিয়ে হত্যা মামলার আসামীকে খুন

অনলাইন ডেস্ক:

ঝালকাঠির রাজাপুরে মেহেদী হাসান শুভ (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর হাত-পা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম বড়াইয়া গ্রামে মাঠ থেকে হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মেহেদী বড়ইয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ত। সে পশ্চিম বড়াইয়া গ্রামের মাহবুব হাওলাদারের ছেলে।

মেহেদীর বাবা আবদুল্লাহ আল মাহবুব জানান, গত রাতে তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে কেউ ডেকে নিয়ে যায়। সকালে বিলের বাড়ি এলাকার একটি মাঠে হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম অবস্থায় শুভকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে গুরুত্বর অবস্থায় বরিশাল সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের বাবা ও মা জানান, পিকনিকের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে ছেলেকে হত্যা করা হয়েছে। ছেলের খুনিদের বিচার দাবি করেছেন তারা।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ।

রাজাপুর থানার ওসি জাহিদুল ইসলাম জানান, শুভর নামে রাজাপুর থানায় দুটি হত্যা মামলা রয়েছে। তাকে কি কারণে এবং কারা হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

অপহৃত ওয়ালিদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার

banglarmukh official

বিএনপির নাম ভাঙ্গিয়ে ইজারা বহির্ভূতভাবে শেরপুর সীমান্তে বালু উত্তোলনের মহোৎসব

banglarmukh official

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official

খু‌ড়ি‌য়ে খু‌ড়ি‌য়ে চল‌ছে শেরপু‌রের তৃতীয় লি‌ঙ্গের আবাসন কেন্দ্রটি

banglarmukh official

বরিশালে আদালতের তলবে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ওসি, শোকজের মুখে তদন্ত কর্মকর্তা

banglarmukh official

রোহিঙ্গা ক্যাম্পে আগুন

banglarmukh official