এপ্রিল ২১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা প্রচ্ছদ

ডি ককের সঙ্গে সেই ঝামেলার জেরে নির্বাসনের মুখে ওয়ার্নার

ক্রিকেটকে ‘জেন্টলমেন গেম’ বলার দিন বোধহয় ফুরিয়ে আসছে। একের পর এক বির্তকে জড়িয়ে কালিমালিপ্ত হচ্ছে শতাব্দী প্রাচীনতম এই খেলা৷ যার নতুন সংস্করণ ‘টালেন গেট’ বা ‘ডারবান গেট’ বিতর্ক৷ যার জেরে টেস্ট সিরিজের মাঝ পথে নির্বাসনের মুখে পড়তে পারেন অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার৷

দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া চলতি টেস্টে সিরিজের প্রথম ম্যাচটি ১১৮ রানে জিতে নিয়ে ১-০ এগিয়ে গেছে অস্ট্রেলিয়া৷ কিংসমিডে বাইশগজের ক্রিকেট লড়াই ছাড়াও খবরের শিরোনামে এসেছে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও প্রোটিয়ান কিপার কুইনটন ডি ককের লড়াই৷ যা ইতিমধ্যেই ‘টানেল গেট’ বির্তক নামে পরিচিতি পেয়েছে৷

প্রথম টেস্টে ক্যাঙ্গারু-প্রোটিয়া দ্বৈরথ অন্য লেভেলে পৌঁছেছে৷ ম্যাচটিতে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস ব্যাটিং চলাকালীন রান আউট বাঁচাতে গিয়ে ড্রাইভ দেন এবি ডি’ভিলিয়ার্স৷ ক্রিজে পড়ে থাকা অবস্থায় তার মুখ লক্ষ্য করে বল ছুঁড়ে মারেন অজি স্পিনার লাথান লায়ন৷ এর জেরেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে৷ এরপর ড্রেসিং রুমে ঢোকার পথে প্রায় হাতাহাতির পর্যায়ে চলে যান অজি ওপেনার ওয়ার্নার ও প্রোটিয়া কিপার কুইন্টন ডি কক৷

কুইন্টন অভিযোগ করেন তার পরিবারকে নিয়ে বাজে মন্তব্য করেছেন ওয়ার্নার৷ অভিযোগ অস্বীকার করে ক্যাঙ্গারুদের তরফে বলা হয় কুইন্টনই আগে অশালীন মন্তব্য করলে নিজেকে ধরে রাখতে পারেননি অজি সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার৷

এর মাঝে কুইন্টন ডি ককের বোন ডিলেন ডি ককের একটি টুইট ভাইরাল হয়েছে৷ যেকানে ওয়ার্নারের সঙ্গে বিবাদের ঘটনার খবর টুইট করে ককের বোন হুমকির সুরে লেখেন, ‘আমি তোমাকে দেখে নেব’৷ টুইটটিতে ট্যাগ করা আছে অজি সহ-অধিনায়ক ওয়ার্নারকে৷

শুরু যেই করে থাকুক কেন ক্রিকেটের ‘কোড অব কন্ডাক্ট’ বর্হিভূত আচরণের জন্য দ্বিতীয় টেস্ট থেকে নির্বাসিত হতে চলেছেন অজি ক্রিকেটার ওয়ার্নার৷ সঙ্গে বাড়ছে তার ডিমেরিটস পয়েন্ট৷ আইসিসির তরফে শাস্তির মুখে পড়তে চলেছেন প্রোটিয়ান উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডি’ককও৷

পুরো বিষয়টি যেদিকে এগোচ্ছে তা ক্রিকেটের পক্ষে কোনভাবেই মঙ্গলজনক নয়৷ খেলোয়াড়সুলভ মনোভাব ছুঁড়ে ফেলে দিয়ে ক্রিকেটাররা ঝামেলায় জড়িয়ে পড়ছেন৷ শাস্তি সরূপ নির্বাসিত হচ্ছেন৷ কিছুদিন আগেই নাইটক্লাবে ঝামেলায় জড়িয়ে অজি-ইংল্যান্ড অ্যাসেজ সিরিজে থেকে নির্বাসিত হয়েছিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান বেন স্টোকস৷

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official