বরিশালে গৃহকর্মী নির্যাতনে আটক দম্পতিকে আদালতে প্রেরণ।
আটক দম্পতি ব্যবসায়ী জুয়েল আহমেদ ও তার স্ত্রী ইশরাত জাহান দিনা বরিশাল নগরীর বাজার রোডের একটি বাসায় দুই গৃহকর্মী নির্যাতনের ঘটনায় আটককৃত দম্পতিকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
এছাড়া গৃহকর্মী নির্যাতনের কাজে ব্যবহৃত তিনটি শিকল ও তিনটি তালা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শিশু আইনে থানায় মামলা দায়ের করেছে। কোতয়ালী থানা পুলিশ আশফিয়া ও আয়েশা নির্যাতনের ঘটনায় আটক ব্যবসায়ী জুয়েল আহমেদ ও তার স্ত্রী ইশরাত জাহান দিনাকে আদালতে সোপর্দ করেছে।
এর আগে তাদের বাজার রোডের এক আত্মীয়ের বাড়ি থেকে তিনটি শিকল ও তিনটি তালা উদ্ধার করে পুলিশ। শিকল ও তালা দিয়ে আশফিয়াকে বেঁধে রাখা হত বলে পুলিশকে জানায় আশফিয়া। আশফিয়ার কেউ না থাকায় মামলার বাদী হয়েছে পুলিশ। নির্যাতনের ঘটনায় শিশু আইনের ৭০ ধারায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, শিকল দিয়ে বেঁধে নির্মমভাবে নির্যাতনের অভিযোগে গত সোমবার নগরীর বাজার রোড থেকে ব্যবসায়ী জুয়েল ও তার স্ত্রী দিনাকে আটক করে পুলিশ।