পটুয়াখালীর পায়রা বন্দরের বিদেশি লাইটার জাহাজ থেকে তিন হাজার ২০০ লিটার ডিজেল চুরির সময় আটক তিনজন ও ঘুষ দিতে এসে আরও দুজনকে আটক করেছে নৌ-পুলিশ।
বৃহস্পতিবার (১০ মার্চ) ভোর রাতে বন্দরের রাবনাবাদ চ্যানেলের খাপড়াভাঙ্গা নদী থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আহমেদ মিম (৩৪), খলিল হাওলাদার (৪০), তাইজুল (৪০), আক্কাস আলী (৪০) ও রাজীব হাওলাদার (৩৫)।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।
দীর্ঘদিন ধরে চক্রটি পায়রা বন্দরে আগত বিদেশি জাহাজ থেকে চোরাই তেল ক্রয় করে আসছে। পরে আবার এসব তেল গভীর সমুদ্রে অবস্থানরত জেলেদের কাছে বিক্রি করতেন তারা।