বরগুনায় কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা পৌনে বারোটার দিকে বরগুনা পৌরসভার গ্রীন রোডের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম জেরিন।
সে বরগুনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী ছিলো। তার বাবার নাম আবদুল জলিল মৃধা। তিনি দুবাই প্রবাসী। তার একমাত্র ছেলেও প্রবাসে থাকেন। মা ও মেয়ে গ্রীন রোডের ভাড়া বাসায় থাকতো। বৃহস্পতিবার রাতে জেরিনের মা অসুস্থ রোগীতে দেখতে গিয়েছিলো। রাতে জেরিন একাই বাসায় ছিলো।
বরগুনা থানার ওসি মোহাম্মদ আলী আহম্মেদ জানিয়েছেন, সকালে খবর পেয়ে ওই বাসায় পুলিশ পাঠানো হয়। দরজার ফাঁক দিয়ে জেরিনের ঝুলন্ত মরদেহ দেখা যায়। বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিলো। পৌনে বারোটার দিকে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে জেরিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে। জেরিনের ব্যবহৃত মোবাইলটি ফ্রিজের উপরে পাওয়া গেছে। পাস ওয়ার্ড দিয়ে বন্ধ থাকায় মোবাইল থেকে এখন পর্যন্ত কোন উদ্ধার করা সম্ভব