বরিশালে নিজ ঘর থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর দাবি, তিনি আত্মহত্যা করেছেন।
নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের আমির কুটির এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে শাহিদা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।
শাহিদার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়। তিনি স্বামী ও দুই সন্তানের সঙ্গে আমির কুটির এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
স্বামী ইমরান হোসেন বলেন, ‘রাত ১২টার দিকে শাহিদা বাচ্চাদের নিয়ে ঘুমাতে যায়। আমি পাশের রুমে কিছু কাজ করতেছিলাম। হঠাৎ একটা শব্দ শুনে গিয়ে দেখি গলায় ফাঁস দিয়েছে। আমাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না। কী কারণে আত্মহত্যা করল বুঝতেছি না।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ‘এটি হত্যা নাকি আত্মহত্যা সেটা এখনই বলা যাচ্ছে না। রহস্য উদঘাটনে আমাদের তদন্ত চলছে। যেহেতু বাসায় তার স্বামীও ছিল, তাই সন্দেহ হচ্ছে, এটি হত্যাও হতে পারে। তবে আমরা এখনও কাউকে আটক করিনি।
এই পুলিশ কর্মকর্তা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।