বরিশাল বিভাগের নারী সাংবাদিকদের জন্য ডিজিটাল বাংলাদেশ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে শুক্রবার সকালে বরিশাল প্রেসক্লাবের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী পরিষদ বিভাগ, আইসিটি বিভাগ, ইউএস-এআইডি, ইউএনডিপি এবং এ-টু-আই’র সহযোগীতায় দিনব্যাপী ডিজিটাল বাংলাদেশ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পিআইবি’র মহাপরিচালক অতিরিক্তি সচিব মীর মো. নজরুল ইসলাম।
বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের সভাপতিত্বে কর্মশলায় বিশেষ অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, কনসালটেন্ট আদনান ফায়সাল, পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান ও চ্যানেল আই’র সিনিয়ার সাংবাদিক জান্নাতুল বাকেয়া কেকা।
বরিশাল বিভাগের আঞ্চলিক ও জাতীয় দৈনিক পত্রিকা এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
বরিশাল বিভাগের কর্মরত সাংবাদিকদের ডিজিটাল পদ্ধতি ব্যবহার, সাংবাদিকতার বিভিন্ন মৌলিক বিষয় অবহিত করা এবং প্রশিক্ষণার্থী সাংবাদিকদের প্রযুক্তির মাধ্যমে নাগরিক সেবা প্রদান বিষয়ক রিপোর্ট ও ফিচার লেখায় বিষয়ে উৎসাহিত করা হয় কর্মশালায়।
এছাড়া কর্মরত সাংবাদিকদের ডিজিটাল বাংলাদেশ বিষয়ক কার্যক্রম সম্পর্কিত তথ্য সমৃদ্ধ করা এবং উন্নয়ন নির্ভর মান সম্পন্ন প্রতিবেদনের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মশালায় আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা।