বরিশালের কোতয়ালী মডেল থানার পৃথক দুইটি অভিযানে ৬ কেজি গাজাঁসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন-আবুল কালাম আজাদ(৩৯), মোঃ মিজানুর(২২), দেলোয়ার আকন হাওলাদার(৪০)।
শুক্রবার সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া রোড অক্সফোর্ড মিশন স্কুলের পূর্ব পাশে পাকা রাস্তায় ও সোনালী আইস্ক্রিমের মোড়ে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানায় পৃথক দু’টি মাদক মামলা রুজু করা হয়েছে।
অভিযানে অংশ নেন কোতয়ালী মডেল থানার