বরিশালে শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন বঙ্গবন্ধুর ই মার্চের ভাষনের মাধ্যমে এদেশের মানুষকে স্বাধীনতা সর্ম্পকে সকল ধারন দিয়ে গিয়েছিলেন। আজ সেই ঐতিহাসিক ভাষনকে ইউন্সেকো সহ সারা বিশ্ব পালন করছেন শুধু রাজাকার-আলবদর ছাড়া। তিনি আরো বলেন যে দেশের পুঁজিবাজার যত বেশি স্থিতিশীল সে দেশের অর্থনীতির ভিত্তি তত বেশি মজবুত।
বিশ্বে এমন কোন দেশ নাই যেখানে পুজিবাজারে ধস নামেনি। শিল্পমন্ত্রী বিনিয়োগকারীদের উদ্যেশে বলেন রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন বাতিল করে সঠিক সিদ্বান্ত ও বুজে শুনে পুজিবাজারে কাজ করার জন্য এগিয়ে আসার আহবান জানান। এসময় তিনি বিনিয়োগকারীদের বলেন ক্ষুদ্ব বিনিয়োগকারীদের প্রতি সুযোগ-সুবিদা সৃষ্টি করার আহবান করেন।
আজ শনিবার সকাল ১১টায় বরিশাল ক্লাব অভ্যন্তরে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্য়ক্রমের অংশ হিসাবে বাংলাদেশ সিকোরটিজ এ্যান্ড এক্্রচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত বিনিয়োগকারী ও উদ্যোগক্তা সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। এর পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিকোরটিজ এ্যান্ড এক্্রচেঞ্জ এর চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।
এসময় আরো বক্তব্য রাখেন (বিএসইসি)’কমিশনার প্রফেসর মোঃ হেলাল উদ্দিন নিজামী,ড.স্বপন কুমার বালা,খন্দকার কামালুজ্জামান প্রমুখ।
শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু আরো বলেন আমাদের সরকারের উদ্যেগের কারনে পুঁজিবাজার ক্রমেই সুসংহত এটি এখন আগের চেয়ে অনেক বেশি টেকসই ও স্থিতিশীল। পুঁজিবাজারে বিনিয়োগের পরিমান ও বিনিয়োগকারীর সংক্ষা বৃদ্বি বড় প্রমান। দেশে পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানির সংক্ষা ছিল ৪শত ১০টি বর্তমানে এর পরিমান বেড়ে দাড়িয়েছে ৫শত ৬৭টি।
প্রধান অতিথি শিল্পমন্ত্রী বরিশালের উদ্যোগক্তাদের বলেন পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী অর্থায়নে সবচেয়ে সুবিদাজনক মাধ্যম।
এখান থেকে কম খরচে সহজ শর্তে কম ঝুকিতে ব্যাবসা পরিচালনার জন্য পুঁজি সংগ্রহ করতে পারবেন। এই জন্য পুঁজিবাজারের সাথে সম্পৃক্ততা বাড়ানোর জন্য এগিয়ে আসার কথা বলেন। বঙ্গবন্ধু ১৯৫৭ সালে বাংলাদেশে শিল্প ইন্ডাস্ট্রিজ স্থাপন করেছিলেন বঙ্গবন্দুর সেই স্বপ্ন বাস্তবায়নের কাজ করে যাচ্ছেন তার সুযোগ্য কণ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পূর্বে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর হাতে ক্রেস্ট উপহার তুলে দেন (বিএসইসি)’র চেয়ারম্যান ড. এম খায়রুল হেসেন।