25 C
Dhaka
এপ্রিল ১৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ নির্বাচন রাজণীতি

বাবুগঞ্জে বিপুল ভোটে নৌকা প্রতীকের জয়

বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী ইকবাল আহমেদ আজাদ। নৌকা প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল ৩০ হাজার ৪৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির প্রার্থী মোজাম্মেল হক ফিরোজ হাতুড়ি প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৬৯৯ ভোট।

এছাড়াও অপর দুই চেয়ারম্যান প্রার্থী বিকল্প ধারা মনোনীত এনামুল হক রাজু কুলা প্রতীকে ৬৮৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আহমেদ রিপন আনারস প্রতীকে পেয়েছেন মোট ২৮৪ ভোট। এদিকে ভাইস চেয়ারম্যান পদে বরিশাল জেলা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সদস্য ইকবাল আহমেদ আজাদ টিউবওয়েল প্রতীকে মোট ১৮ হাজার ১৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন আকন তালা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ২৩৫ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের অপর দুই বিদ্রোহী প্রার্থীর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমেদ শিল্পী উড়োজাহাজ প্রতীকে ৬ হাজার ২১৪ ভোট এবং রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মল্লিক মাইক প্রতীকে পেয়েছেন মোট ১ হাজার ৫৭২ ভোট।

একই পদে প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী জামাল উদ্দিন হাতুড়ি প্রতীকে ৪ হাজার ৯৯৩ ভোট পান।

এদিকে নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফারজানা বিনতে ওহাব। বাবুগঞ্জ উপজেলার ৬ ইউনিয়নের মোট ৫৪টি কেন্দ্রের ফলাফল উপজেলার পরিষদ কন্ট্রোল রুমে আসার পরে রোববার রাত ৯টার দিকে আনুষ্ঠানিকভাবে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী ইকবাল আহমেদ আজাদকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদার।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official

চাচা ডেকে সাবেক প্রতিমন্ত্রী এনামুরকে বিয়ে করেন ফরিদা

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official