বরিশাল রিপোটার্স ইউনিটি (বিআরইউ) এর আয়োজনে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্রের ২১ তম প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। রিপোর্টার্স ইউনিটিতে বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে আজ রবিরার সকাল ১১ টায় দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু ।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল রিপোটার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মিথুন সাহা, সাবেক সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সুশান্ত ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার, কামরুল আহসানসহ সদস্যরা।
এর আগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদদের স্মৃতিস্তম্ভে সকাল সাড়ে ৯ টায় পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে বরিশাল রিপোর্টার্স ইউনিটি।
প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের বই-পত্র ছাড়াও মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত নানা উপকরণ, চিঠি, ডায়েরী, নির্দেশনা সহ বহু দুর্লভ জিনিস প্রদর্শিত হয় ।