28 C
Dhaka
ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ ঢাকা

বিস্ফোরণে হতাহতের ঘটনায় অপমৃত্যু মামলা

রাজধানীর গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিক বাজারে বিস্ফোরণে ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বংশাল থানা।

এর আগে ঘটনার দিন মঙ্গলবার (৭ মার্চ) একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল পুলিশ।

গতকাল বুধবার রাতে ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জাফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিসি জাফর হোসেন বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় ৭ মার্চ বংশাল থানায় একটি জিডি করা হয়।

আর বুধবার অপমৃত্যুর মামলা হয়েছে। তবে সিদ্দিক বাজারের বিস্ফোরণের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে যদি উঠে আসে নাশকতা বা বিস্ফোরক তাহলে অন্য মামলা হবে। এখন অপমৃত্যুর মামলায় পুলিশ ঘটনার তদন্ত করবে।


আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানিয়েছেন, বিস্ফোরণে আহতদের মধ্যে পাঁচজন ছাড়পত্র নিয়ে বাসায় চলে গেছেন। এছাড়াও চিকিৎসাধীন রয়েছেন ২০ জন এবং হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন ১১ জন। আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে বিস্ফোরণে এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন শতাধিক মানুষ।

সম্পর্কিত পোস্ট

বিএনপির নাম ভাঙ্গিয়ে ইজারা বহির্ভূতভাবে শেরপুর সীমান্তে বালু উত্তোলনের মহোৎসব

banglarmukh official

খু‌ড়ি‌য়ে খু‌ড়ি‌য়ে চল‌ছে শেরপু‌রের তৃতীয় লি‌ঙ্গের আবাসন কেন্দ্রটি

banglarmukh official

রোহিঙ্গা ক্যাম্পে আগুন

banglarmukh official

জাহাজে ডাকাতিতে বাধা দেওয়ায় হত্যা করা হয় ৭ জনকে

banglarmukh official

স্বামীকে ঢাকায় পাঠিয়ে গৃহবধূকে ধর্ষণ, আদম বেপারি গ্রেফতার

banglarmukh official

টঙ্গীতে জোড় ইজতেমার আখেরি মোনাজাত কাল

banglarmukh official