30 C
Dhaka
অক্টোবর ৩০, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
অর্থনীতি জাতীয় প্রচ্ছদ রাজণীতি

রেল ও নৌ পথের উন্নয়নে জোর দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক পথের যথেষ্ট উন্নয়ন হয়েছে, এবার রেল ও নৌ পথের উন্নয়নে জোর দেয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভাপতি শেখ হাসিনা। মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা হয়। সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মান্নান বলেন-প্রধানমন্ত্রী বলেছেন, আমরা বেশ সড়ক করেছি। এখন পানি ও রেলের দিকে জোর দেন। রেলটাকে আরও জোর দেন, পানির দিকেও জোর দেন। রেল, রাস্তা, পানি মিলে একটা জাতীয় গ্রিড হওয়া উচিত। এটা সম্ভব। এগুলোর জন্য কাজ আমাদের প্রাথমিক পর্যায়ে রয়েছে।

দেশের ছোট ছোট নদী রক্ষার জন্য বলেছেন প্রধানমন্ত্রী উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘হাজার নদীর অববাহিকায় হাজার হাজার ছোট নদী আছে। সেদিকে নজর দিতে হবে। খালি গঙ্গা, পদ্মা, যমুনা, মেঘনা বললে হবে না। ছোট ছোট আরও যেসব নদী আছে, সেগুলোর দিকেও নজর দিতে হবে।

তিনি বলেন- ‘ঢাকা শহরে যে প্রকল্পটা পাস করা হলো, তিনি (প্রধানমন্ত্রী) বারবার বলেছেন, পুরনো দিনের পুকুর, যেগুলো এখনও বেঁচে আছে, এদেরকে বাঁচান। জলাশয় যেগুলো আছে, সেগুলোকে রক্ষা করেন। এদিকে নজর দেয়ার জন্য তিনি জোর দিয়েছেন।

‘কতগুলো ইতোমধ্যে লুটপাট হয়ে গেছে, খেয়ে ফেলেছে লোকজন নানাভাবে। আমরা ওদিকে যাচ্ছি না। যেগুলো আছে, সেগুলো বাঁচানোর জন্য তার নির্দেশনা’, যোগ করেন তিনি।

সভায় ৬ হাজার ২৭৬ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে আটটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

রেলওয়ের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

banglarmukh official

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ১২৪৮ জন

banglarmukh official

দিনে ৯০০ কোটি টাকার রেমিট্যান্স আসছে দেশে

banglarmukh official

কর্মসংস্থান সৃষ্টি অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য: নাহিদ

banglarmukh official

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ গ্রেফতার

banglarmukh official

খালেদা জিয়ার কয়লাখনি দুর্নীতি মামলার চার্জ শুনানি পেছাল

banglarmukh official