33 C
Dhaka
মার্চ ১২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বিনোদন

সোনা পাচারের অভিযোগে অভিনেত্রী গ্রেফতার, মিলল চাঞ্চল্যকর তথ্য

দুবাই থেকে বিপুল পরিমাণ স্বর্ণ পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছে দক্ষিণ ভারতের কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রান্যা রাও। গত ৩ মার্চ রাতে বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করেছে রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দর থেকে ১৪.৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে অভিনেত্রী রান্যা রাওয়ের কাছ থেকে। পরে গ্রেফতার করা হয় তাকে। তিনি এমিরেটসের একটি ফ্লাইটে এসেছিলেন। কিছুদিন পরপর আন্তর্জাতিক ভ্রমণের কারণে তাকে নজরদারিতে রাখা হয়েছিল বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

গত ৩ মার্চ রাতে অভিনেত্রীকে গ্রেফতারের পর অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত আদালতে হাজির করা হয়। পরে আদালত ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠায় রান্যা রাওকে।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, অভিনেত্রী রান্যা রাও স্বর্ণ সম্বলিত পোশাক পরে এবং তার পোশাকের মধ্যে স্বর্ণের বার লুকিয়ে তা পাচার করছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি ১৫ দিনের মধ্যে চারবার দুবাই ভ্রমণ করেছেন। এ কারণে কর্তৃপক্ষ সন্দেহ প্রকাশ করে এবং রান্যা রাও ফেরার পর তাকে লক্ষ্য করে অভিযান চালানো হয়।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দক্ষিণী এই অভিনেত্রী তার খ্যাতি ব্যবহার করে কাস্টমস চেক এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তিনি অবতরণের সময় নিজেকে কর্ণাটকের পুলিশ মহাপরিচালকের মেয়ে দাবি করেছিলেন। এমনকি সেখান থেকে বাড়ি যাওয়ার জন্য স্থানীয় পুলিশ সদস্যদের সঙ্গে যোগাযোগ করছিলেন।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা তদন্ত করছেন যে, অভিনেত্রী রান্যা রাওয়ের আত্মীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বা আইন প্রয়োগকারী কর্মকর্তা তার এমন কর্মকাণ্ড সম্পর্কে অবগত ছিলেন কিনা, নাকি নিজেকে রক্ষার জন্য বিভ্রান্ত করছিলেন। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য বেঙ্গালুরুর এইচবিআর লেআউটে ডিআরআই সদর দপ্তরে নেওয়া হয়।

এ ছাড়া স্বর্ণা পাচারের এ ঘটনায় সে একাই জড়িত, নাকি দুবাই ও ভারতের মধ্যে বৃহত্তর চোরাচালান নেটওয়ার্কের কোনো অংশ জড়িত রয়েছে―সেটিও তদন্ত করছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘মানিক্য’ সিনেমায় কন্নড় ইন্ডাস্ট্রির সুপরস্টার সুদীপের বিপরীতে অভিনয় করে রাতারাতি খ্যাতি লাভ করেন রান্যা রাও। পরে আরও কয়েকটি দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী।

সম্পর্কিত পোস্ট

বিয়ের পর ফের সুখবর পেলেন মেহজাবীন

banglarmukh official

আত্মহত্যা করেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী পামেলা

banglarmukh official

বোরকা নিয়ে সানা-সম্ভাবনার বিতণ্ডা

banglarmukh official

শাহিদের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ জানালেন কারিনা

banglarmukh official

মিমির অত্যাচারে অতিষ্ঠ হয়ে সামাজিক মাধ্যমের যা বললেন অভিনেতা

banglarmukh official

বিয়ের আগেই তামান্না-বিজয়ের ভাঙন!

banglarmukh official