এপ্রিল ২৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ আন্তর্জাতিক প্রচ্ছদ

১৫ দিন ধরে ২ কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ৭

দুই কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগে সাত জনকে গ্রেফতার করেছে ভারতের ছড়িশগড় পুলিশ৷ ঘটনাটি ঘটেছে ভারতের ছড়িশগড় ও মধ্যপ্রদেশের সীমান্তবর্তী কোরিয়া জেলায়৷

অভিযোগ, ১৫ দিন ধরে নয় যুবক মিলে সেই দুই কিশোরীকে লাগাতার গণধর্ষণ করে৷ পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ সাত জনকে গ্রেফতার করেছে৷ বাকি দু’জনের খোঁজ করা হচ্ছে৷

পুলিশ জানিয়েছে, আটকেরা হল অভিজিত পাল(২০), আসরাফ আলি(২৩), মনোজ কুমার(২৮), হেমরাজ পানিকা(২০), অবনীশ(২৮), জিতেন্দ্র কুমার রাই(২৬) এবং রাকেশ কুমার(২৩)৷ এদের মধ্যে অভিজিত এক কিশোরীর পূর্বপরিচিত৷

ঝাড়খন্ডের বাসিন্দা সেই কিশোরীকে বিয়ে করবে বলে খোংগাপানি এলাকার একটি শুনশান জায়গায় নিয়ে যায়৷ কিশোরীর সঙ্গে তার বন্ধুও ছিল৷ তাকেও সঙ্গে করে নিয়ে যায় অভিজিত৷ সেখানে অভিজিতের আরও আট বন্ধু হাজির হয়৷ এরপর নয়জন মিলে ১৫দিন ধরে দুই কিশোরীকে গণধর্ষণ করে৷

কোরিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার নিবেদিতা শর্মা জানিয়েছেন, গত ৪ মার্চ অভিজিত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই কিশোরীকে ডাকে৷ তাকে কোরিয়া থেকে নিয়ে যায় লেদরি ও বিজুরি গ্রামে৷ এই ১৫দিনে অভিজিত ও তার আট বন্ধুরা মিলে তাকে গণধর্ষণ করে৷ সেই কিশোরীর সঙ্গে এক বন্ধুও গিয়েছিল৷ তাকেও তুলে নিয়ে যায় তারা৷ সোমবার গুরুতর আহত অবস্থায় তাদের বিজুরি রেল স্টেশনের কাছে উদ্ধার করা হয়৷

এই ঘটনায় পুলিশ সাত জনকে গ্রেফতার করেছে৷ বাকি দু’জন পলাতক৷ তাদের খোঁজ শুরু করেছে পুলিশ৷ আটকদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির গণধর্ষণ, অপহরণ, জোর করে আটকে রাখা, বিয়ের জন্য বাধ্য করা ইত্যাদি এবং পসকো ধারায় মামলা দায়রে করেছে৷

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official