31 C
Dhaka
এপ্রিল ২৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা জাতীয় ঢাকা

২১৬ করেও বড় জয় আবাহনীর

ওয়ানডে ম্যাচে ২১৬ রান, লড়াকু পুঁজি বলা যাবে না কিছুতেই। তবে এই পুঁজি নিয়েও ঢাকা প্রিমিয়ার লিগের নতুন আসরের উদ্বোধনী ম্যাচেই ৬০ রানের বড় জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।

অথচ আট বছর পর ঢাকা প্রিমিয়ার লিগে ফেরা বিকেএসপি বেশ শক্ত করেই চেপে ধরেছিল আবাহনীকে। ৫৩ রানের মধ্যে মোসাদ্দেক হোসেনের দল হারিয়ে ফেলে ৪ উইকেট।

সেখান থেকে দলকে টেনে তুলেন ওপেনার জহুরুল হক অমি। পঞ্চম উইকেটে মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে তিনি গড়েন ১১২ রানের বড় জুটি। ৫৫ রান করে সাইফউদ্দিন আউট হলেও পরের সময়টায় বলতে গেলে একাই লড়াই করে গেছেন আবাহনী ওপেনার।

শেষ পর্যন্ত ১৪৭ বলে ১২১ রানে অপরাজিত ছিলেন জহুরুল। দলের বিপর্যয়ের মুখে খেলা এই ইনিংসে ১৩টি বাউন্ডারি আর ১টি ছক্কা হাঁকান তিনি। তাতে আবাহনী তুলতে পেরেছিল ৯ উইকেটে ২১৬ রান।

বিকেএসপির আবু নাসের ৩৯ রান খরচায় নেন ৩টি উইকেট। ২টি উইকেট পান হাসান মুরাদ।

লক্ষ্য মাত্র ২১৭ রানের। কিন্তু শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে বিকেএসপি। ৪২ রানে ৪ আর ৯৯ রানের মধ্যে ৭ ব্যাটসম্যান হারানোর পর আসলে লড়াইয়ে ফেরার আর উপায় ছিল না দলটির।

বিকেএসপির পক্ষে ওপেনার রাতুল খান করেন ৩৭ রান। আর সাত নাম্বারে নামা অধিনায়ক আবদুল কাইয়ুম শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৮ রানে। ৪০.৫ ওভারে ১৫৬ রানেই গুটিয়ে যায় বিকেএসপির ইনিংস।

আবাহনী বোলারদের মধ্যে সবাই উইকেট পেয়েছেন, কেউই খালি হাতে ফেরেননি। সবচেয়ে সফল ছিলেন নাজমুল ইসলাম অপু। ১০ ওভারে ৩০ খরচায় এই বাঁহাতি স্পিনার নেন ৩টি উইকেট। ২টি উইকেট পান আরেক স্পিনার সানজামুল ইসলাম। এছাড়া একটি করে উইকেট নেন রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, আরিফুল হাসান আর সাব্বির রহমান।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official