ডলবি থিয়েটার হলে রবিবার রাতে অনুষ্ঠিত হবে ৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। হলিউডের সবচেয়ে বড় এই পুরস্কার মঞ্চে ওঠার জন্য অপেক্ষা করেন সকলে। আর শুধু হলিউডই কেন, সারা বিশ্বের চলচ্চিত্র মহলের সবাই তরোয়ালধারী সোনালি পুরুষকে হাতে পেতে মরিয়া। কিন্তু এবছর অস্কার ট্রোফির থেকেও এখন সবার বেশি নজর ডলবি থিয়েটারের সামনে হলিউড বুলেভার্ডের একটি মূর্তিতে।
অর্ধেক খোলা বাথরোব পরে, এক হাতে অস্কার পুরস্কার নিয়ে সোফায় বসা মূর্তিটি যৌন হেনস্থায় অভিযুক্ত চিত্র পরিচালক হার্ভে ওয়ানস্টেইনের।
যা ব্যক্ত করছে ওয়াইনস্টেইনের বিরুদ্ধে ওঠা কাস্টিং কাউচের অভিযোগকে। ওই মূর্তির সামনে দাঁড়িয়ে এখন ফোটো চুলতে ব্যস্ত পর্যটকরা। গত বছরই অ্যাকাডেমি পুরস্কারের বদলে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল ওয়াইনস্টেইনের বিরুদ্ধে।
সালমা হায়েক, উমা থারম্যান, লুপিটা নিয়ওঙ্গো, কেট ব্লানশেটের মতো অভিনেত্রীরা ‘মি টু’ স্লোগানে তাদের সাথে ঘটা যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন। সেই ‘’মি টু’-র ঢেউ আছড়ে পড়ে সারা বিশ্বে। হলিউড কমিউনিটি থেকে ছেঁটে ফেলা হয় ওয়াইনস্টেইনকে।