নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ‘কোমায় থাকা রোগী’ হেঁটে এসে ফাঁস করলেন হাসপাতালের জালিয়াতির কথা। মধ্যপ্রদেশের রতলামের এক বেসরকারি হাসপাতালের সামনের এমন একটি ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে বন্দি থাকা এক রোগী পালিয়ে রাস্তায় দৌঁড়ে বেরিয়ে কেলেঙ্কারির বিষয়টি প্রকাশ করে দিয়েছেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ঘটনার ভিডিও।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, খালি গায়ে নাকে নল লাগানো অবস্থায় এক তরুণ হাসপাতালের বাইরে বেরিয়ে এসে প্রতিবাদ জানিয়ে কিছু বলছেন। পাশে দাঁড়িয়ে স্ত্রী ও সন্তান। সংবাদমাধ্যম সূত্রে খবর, ভিডিওতে দেখা যায় তরুণকে স্থানীয় গীতা দেবী হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, হাসপাতালের কর্মীরা টাকা নেওয়ার জন্য তরুণের স্ত্রীকে তার স্বামীর স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে ভুল তথ্য দেন। স্ত্রীকে বলা হয়, তার স্বামীর অবস্থা গুরুতর এবং চিকিৎসার জন্য তাকে অর্থের ব্যবস্থা করতে হবে। তরুণী প্রথমে ৫০ হাজার রুপি জোগাড় করে হাসপাতালে জমা দিয়ে দেন।
পরে হাসপাতালের কর্মীরা বলেন, ওই তরুণের অবস্থার আরও অবনতি ঘটেছে ও তিনি কোমায় চলে গেছেন। আইসিইউতে চিকিৎসার জন্য আরও এক লাখ রুপির প্রয়োজন। স্ত্রী ১ লাখ রুপি নিয়ে হাসপাতালে ফিরে আসার পরই সেখানে তৈরি হয় এক নাটকীয় দৃশ্য। আইসিইউতে থাকা তরুণ কোনো ভাবে নিজেকে মুক্ত করে রাস্তায় বেরিয়ে এসে পুরো ঘটনাটি বর্ণনা করেন স্ত্রীকে। ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সমাজিকমাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা। ভিডিওটি ‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে।
তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা