33 C
Dhaka
এপ্রিল ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক

আট জেনারেলকে বরখাস্ত করলেন পুতিন!

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সামরিক বিপর্যয়ের দায়ে আট জেনারেলকে বরখাস্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর নিউইয়র্ক পোস্টের।

বুধবার ইউক্রেনিয়ান টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে কিয়েভের প্রতিরক্ষা প্রধান ওলেকসি দানিলোভ এমন দাবি করেছেন। তিনি বলেন, দায়িত্ব পালন করতে না পারার অভিযোগে আট জেনারেলকে তাদের পদ থেকে সরিয়ে দিয়েছে শত্রুরা। সেখানে নতুনদের নিয়োগ দেওয়া হয়েছে।
 
ওলেকসি দানিলোভ বলেন, রুশ ফেডারেশনে কী ঘটছে, তা আমরা পুরোপুরি বুঝতে পেরেছি। আরো যা বলতে পারি, তা হচ্ছে, তারা বেপরোয়া হয়ে গেছে। এফএসবি নিরাপত্তা বাহিনীর ওপরও ক্ষিপ্ত হয়ে ওঠেছেন পুতিন। 

এফসিবি বাহিনী থেকেই পুতিন গোয়েন্দা তথ্য পেয়ে থাকেন। এফসিবি তাকে বলেছিল, ইউক্রেন খুবই দুর্বল, সেখানে নতুন-নাৎসিতে ভরে গেছে। হামলা করলেই তারা আত্মসমর্পণ করবে।

যুক্তরাজ্যের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক ফিলিপ ইংরাম বলেন, সত্যিকার অর্থে পুতিন খুবই ক্ষুব্ধ। নিজের গোয়েন্দা সংস্থাগুলোকে দায়ী করছেন তিনি। সিদ্ধান্ত নির্ধারণের দুর্বলতার কারণে রাশিয়ার সেনাদের অনেক বেশি প্রাণহানি ঘটছে। যা একেবারে অপ্রত্যাশিত ছিল।

এদিকে গেল ১৫ দিনের যুদ্ধে রাশিয়া অন্তত ১২ হাজার সেনা খুইয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।

ওলেকসি দানিলোভ আরো বলেন, শত্রুর পরিকল্পনা সম্পর্কে আমরা অনেক ভালোভাবেই জানি। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই জেনারেলদের সরিয়ে দেওয়া হয়েছে। তারা দুই থেকে তিন দিনের মধ্যে জয়ী হতে চেয়েছিল। কিন্তু তাদের পক্ষে তা করা কখনোই সম্ভব ছিল না।

সম্পর্কিত পোস্ট

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে: তুরস্ক

banglarmukh official

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্র থেকে বাংলাদেশিসহ আটক ৮০

banglarmukh official