এপ্রিল ২০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
চট্রগ্রাম প্রশাসন

আনারের ভেতর ৮ হাজার ইয়াবা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আনার ফলের ভেতর থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেঘনা নিউ টাউন এলাকার আমপাতা রেস্টুরেন্টের সামনে থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মা ও ছেলেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত খুকি বেগম (৫৫) কুমিল্লা সদর দক্ষিণ থানার জাম্মুরা গ্রামের ফজলুল হকের স্ত্রী ও শাহ আলম (৪৫) সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটি গ্রামের রব মিয়ার ছেলে। গ্রেফতারকৃত খুকি বেগম শাহ আলমের ধর্মের মা ছেলে বলে জানায় পুলিশ।

সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুমিল্লা থেকে এসে খুকি বেগম সোনারগাঁ উপজেলার আমপাতা রেস্টুরেন্টের সামনে তার ধর্মের ছেলে শাহ আলমের জন্য একটি কালো রঙের ব্যাগ হাতে নিয়ে অপেক্ষা করছিলেন।

NARAYANGONJ-

গোপন সংবাদের ভিত্তিতে ওই সময় একই এলাকায় অবস্থান নিয়েছিল পুলিশ। শাহ আলম ওই ব্যাগ নিতে আসলে তাদের ঘেরাও করে পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে দুটি আনার ফল পাওয়া যায়। ওই আনার ফলের ভেতর দুই হাজার ও চারটি প্যাকেটে মোড়ানোসহ আট হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে এসব ইয়াবা উদ্ধারসহ তাদের দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

এসআই আবুল কালাম আজাদ আরও বলেন, গ্রেফতারকৃত শাহ আলমের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। শাহ আলম দুটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এসআই আবুল কালাম আজাদ।

সম্পর্কিত পোস্ট

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official

দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের যে বার্তা দিলেন সেনাপ্রধান

banglarmukh official

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নাই: আইজিপি

banglarmukh official

১২ পুলিশ সুপারকে বদলি

banglarmukh official

মামলা বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে এসআই প্রত্যাহার

banglarmukh official