অমল মজমুদার থেকে শুরু তারপর ওয়াসিম জাফর। ভারতীয় ক্রিকেটে যেসব তারকারা অনেক বেশি সম্ভাবনা নিয়ে এসেও তেমন নাম করতে পারেননি তাদের মধ্যে অন্যতম দুইজন অমল এবং ওয়াসিম।
তবে ঘরোয়া ক্রিকেটে অমল কিংবা ওয়াসিমের পরিসংখ্যান কিংবদন্তিসম। ফর্ম নিয়ে চিন্তা হয়নি কখনো। যে কারণে ৪১ বছর বয়সে এসেও দিব্বি প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেটে খেলে যাচ্ছেন ওয়াসিম জাফর। এবার তিনি নাম লিখিয়েছেন বাংলাদেশের ক্লাব ক্রিকেটে।
ঢাকা প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ওয়াসিম। এরই মধ্যে আবাহনীর হয়ে খেলতে ঢাকায় পৌঁছেছেন ওয়াসিম। বৃহস্পতিবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে নেমে পড়বেন ওয়াসিম জাফর।
আজ সন্ধ্যায় জাগোনিউজকে এ খবর জানিয়েছেন আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন। তিনি নিশ্চিত করেছেন মৌসুমের বাকি সময়ের পুরোটাই আবাহনীর সঙ্গে থাকবেন ভারতীয় ক্রিকেট দলের হয়ে ৩১টি টেস্ট ও ২টি ওয়ানডে খেলা ওয়াসিম।
আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩১ টেস্ট খেলে ৫ সেঞ্চুরি ও ১১ হাফসেঞ্চুরিতে ১৯৪৪ রান করেছেন ওয়াসিম। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলেছেন ২৫৩ ম্যাচ, করেছেন ১৯ হাজারের বেশি রান। নামের পাশে রয়েছে ৫৭টি সেঞ্চুরি ও ৮৮টি হাফসেঞ্চুরির ইনিংস।
এদিকে আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবও নিজেদের দলে ভিড়িয়েছে নতুন এক বিদেশীকে,। ভারতীয় রিক্রুট বিপুল শর্মা ইনজুরিতে পড়ায়, তার বদলে শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার চতুরঙ্গা ডি সিলভাকে নিয়েছে মোহামেডান।