আগেই জানা ৮ মার্চ মাঠে গড়াচ্ছে ঢাকার ক্লাব ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ আসর প্রিমিয়ার লিগ। সব কিছু ঠিক থাকলে আর আবহাওয়া তথা প্রকৃতি বাধা হয়ে না দাঁড়ালে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ঢাকাই ক্লাব ক্রিকেটের সবচেয়ে বড় আসরটি। ফিকশ্চার ও ভেন্যু চূড়ান্ত হয়ে গেছে।
যথারীতি ঢাকার শেরে বাংলা, ফতুল্লার খান সাহেব ওসামান আলী স্টেডিয়াম আর সাভারের বিকেএসপিতে প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। আগের নিয়মেই প্রতি রাউন্ডে পরপর দুদিন খেলা এবং একদিনে তিন মাঠে তিনটি করে খেলা হবে। যেখানে থাকবে ছয় দলের প্রতিনিধিত্ব। পরদিন বাকি ছয় দল খেলবে। তাতে করে দু’দিনে শেষ হয়ে যাবে এক রাউন্ড।
প্রাথমিকভাবে তিন রাউন্ডের ফিকশ্চার দেয়া হয়েছে। চ্যাম্পিয়ন আবাহনী প্রথম দিন মানে ৮ মার্চ মুখোমুখি হবে আবার নতুন করে প্রিমিয়ার লিগে ফিরে আসা বিকেএসপির। খেলা হবে হোম অফ ক্রিকেট শেরে বাংলা স্টেডিয়ামে।
অন্যদিকে শেখ জামাল খেলবে উত্তরা স্পোর্টিংয়ের বিপক্ষে। ওই খেলাটি হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। প্রথম দিন বিকেএসপিতে লিজেন্ডস অফ রুপগঞ্জ প্রতিদ্বন্দ্বীতা করবে ব্রাদার্স ইউনিয়েনের সাথে।
আর ৯ মার্চ শেরে বাংলায় হবে প্রাইম ব্যাংক ও খেলাঘর সমাজ কল্যাণের। ফতুল্লায় হবে প্রাইম দোলেশ্বর ও শাইনপুকুরে ম্যাচ। শনিবার দ্বিতীয় দিন অপর ম্যাচে বিকেএসপিতে লড়বে গাজী গ্রুপ ও মোহামেডান। এরপর ১০ মার্চ বিরতি। ১১ মার্চ আবার দ্বিতীয় রাউন্ড শুরু। ১২ মার্চ শেষ। একই নিয়েমে ১৩ মার্চ অফ। ১৪ ও ১৫ মার্চ তৃতীয় রাউন্ড।
আগেই জানা, জাতীয় দলের দুই শীর্ষ তারকা তামিম ইকবাল ও মুশফিকুর রহীম এবারের লিগ খেলবেন না। তারা আগেভাগে বোর্ডে চিঠি দিয়ে জানিয়ে রেখেছেন, বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের লিগ না খেলে বিশ্রামে থাকতে চান। সিসিডিএম তথা বোর্ড তাদের সে আবেদন মঞ্জুর করে রেখেছে। তাই তামিম-মুশফিককে লিগে দেখা যাবে না এবার।
এর বাইরে হাতের আঙ্গুলের ইনজুরিতে পড়া সাকিব আল হাসানও খেলবেন না। কারণ, প্রায় একই সময় এবার আইপিএল (২৩ মার্চ শুরু) চলবে। হাতের আঙ্গুলের ইনজুরি ভাল হয়ে গেলে সাকিব নির্ঘাত সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে ভারত যাবেন। যে কারণে এবারের দলবদলে প্লেয়ার্স ড্রাফটে তার নাম ছিল না।
তবে পঞ্চ পান্ডবের’ অপর দুই শীর্ষ তারকা মাশরাফি বিন মর্তুজা আর মাহমুদউল্লাহ রিয়াদসহ বাকি সব জাতীয় ক্রিকেটারই খেলবেন। এর মধ্যে ওয়ানডে সিরিজ শেষে দেশে ফেরা মাশরাফি, সাব্বির, রুবেল হোসেন, শফিউল ইসলাম ও সাইফউদ্দীন খুব শিগগিরই মাঠে নামবেন। মাশরাফি ছাড়া বাকিদের প্রথম না হলেও দ্বিতীয় রাউন্ড থেকেই হয়তো মাঠে দেখা যাবে।
বর্তমানে সপরিবারে ভারত ভ্রমণে যাওয়া মাশরাফি ১২ মার্চ দেশে ফেরত আসবে বলে জানা গেছে। দু’একদিন বেশি থাকলেও তৃতীয়-চতুর্থ রাউন্ড থেকে মাঠে নড়াইল এক্সপ্রেসকে আবাহনীর হয়ে খেলতে দেখা যাবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।