ডাকসুর ভিপি পদে নিজের পরাজয় মেনে নিয়ে ছাত্রলীগ সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, আমি ভিপি হতে পারি নাই। তাতে কোনো সমস্যা নেই। তবে আমাদের সব চাওয়া-পাওয়া নূর পূরণ করবে।
আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নুরকে ভিপি মেনে শুভেচ্ছা জানাতে গিয়ে ছাত্রলীগ সভাপতি এ কথা বলেন।
শোভন বলেন, ভোটে নূর ভিপি নির্বাচিত হয়েছে। আমরা তাকে মেনে নিয়েছি। সবাই তাকে মেনে নেবেন। সে আমার বন্ধুর ছোট ভাই। এ নিয়ে কেউ কোনো সংঘর্ষে জড়াবে না।
ছাত্রলীগ সভাপতি বলেন, নির্বাচিত ভিপি নুরুল হক নূর আমাদের সাথে কাজ করবে। কাউকে পর করে দিলে হবে না। ছাত্রলীগের কর্মীদের মন অনেক বড়।
একইসঙ্গে তিনি নবনির্বাচিত ভিপি নুরুল হক নূরের পাশে থেকে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ডাকসুতে ভিপি ছাড়া সবগুলো পদেই জয়ী হন সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগের প্রার্থীরা। ভিপি পদে জয়ী হন কোটা সংস্কার আন্দোলনকারীদের মোর্চা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী নূরুল হক নূর।