প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, একটি বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি, তাই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি। এর জন্য নির্বাচন কমিশন দায়ী নয়। এটা তাদের দলীয় সিদ্ধান্ত। যাদের হাতের কাছে পাবো, তাদের নিয়েই কাজ করবো।
বুধবার বিকেলে নোয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সিইসি আরও বলেন, সব জায়গায় নির্বাচন সুষ্ঠু হয়েছে। এ নির্বাচনও শতভাগ মডেল নির্বাচন হবে। আইন-শৃঙ্খলা বাহিনীকে যথাযতভাবে দায়িত্ব পালন করার আহবান জানান তিনি।
জেলা প্রশাসক তন্ময় দাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকগণ। আগামী ৩১ মার্চ নোয়াখালীর ৭টি উপজেলার মধ্যে ৬টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।