অক্টোবর ২৪, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

করোনা আতঙ্কের মধ্যে কাল শুরু হবে বঙ্গবন্ধু ডিপিএল

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। করোনাভাইরাস আতঙ্কের মধ্যে ঢাকার তিন ভেন্যুতে আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে আসরটি। এ বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে লিগটির নামকরন করা হয়েছে বঙ্গবন্ধু ডিপিএল।

লিগের উদ্বোধনী দিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড মুখোমুখি হবে পারটেক্স স্পোর্টিং ক্লাবের। বিকেএসপির চার নম্বর মাঠে লড়বে লিজেন্ডস অব রুপগঞ্জ ও ওল্ড ডিওএইচএস। দিনের আরেক ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বরের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন।

জাতীয় দলের বাইরে থাকা দেশের বেশিরভাগ ক্রিকেটারদের জন্য এই লিগটি রুটি-রুজির বিষয় হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। যে কারণে ডিপিএল নিয়ে ক্রিকেটারদের আগ্রহটা সব সময়ই একটু বেশি থাকে। কিন্তু এবার করোনাভাইরাস আতঙ্কের মধ্যে দেশের জনপ্রিয় লিগটি শুরু হচ্ছে। করোনাভাইরাস আতঙ্কে থমকে আছে বিশ্বের ক্রিড়াঙ্গন।

করোনাভাইরাসের কারনে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জনসমাগম ঠেকাতে মাঠে দর্শক প্রবেশ নিষিদ্ধ করেছে বিসিবি। এমনকি খেলোয়াড়-সতীর্থদের করমর্দনেও নিষেধাজ্ঞা দিয়েছে বোর্ড। প্রত্যকটি ভেন্যুতেই ম্যাচ চলাকালীন মেডিকেল স্টাফরা থাকবেন।

আজ শনিবার বিসিবি প্রধান নির্বাহি নিজামউদ্দিন চৌধুরি বলেন, ‘করোনাভাইরাস মোকাবেলার জন্য সরকার যে পদক্ষেপ ও চিকিৎসা পরামর্শ নিয়েছে, মাঠে তার কঠোরভাবে অনুসরন করা হবে। আমরা ইতোমধ্যে অংশগ্রহনকারী ১২ ক্লাবের সাথে যোগাযোগ করেছি এবং এ বিষয়ে একটি সভাও অনুষ্ঠিত হয়েছে। ক্লাবগুলোকে পরামর্শ দেয়া হয়েছে, যদি কোন খেলোয়াড় অসুস্থবোধ করে বা কোন লক্ষন দেখা দিলে মেডিকেল দলকে তা জানানোর জন্য। যদি কোন সমস্যা দেখা দেয়, তবে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিব।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেট মাঠের একটি স্বাভাবিক নিয়ম করমর্দন এবং আমরা এটি দ্বারা অভ্যস্ত। তবে আমরা করমর্দনের বিষয়টি নিষেধ করেছি। আমরা ক্লাবগুলোকে অনুরোধ করেছি, যাতে তারা খেলোয়াড়দের পরামর্শ দেয় করমর্দন না করে। সাধারনত ঘরোয়া ক্রিকেটে দর্শক উপস্থিতি কমই থাকে। কিন্তু এবার স্টেডিয়ামে দর্শকদের প্রবেশে সীমাবদ্ধ রাখবো।’

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল এবার প্রাইম ব্যাংকের হয়ে খেলবেন। তিনি জানান, বিসিবির নির্দেশনা অনুযায়ী করমর্দন না করার সর্বাত্মক চেষ্টা করবেন তারা। তিনি বলেন, ‘এটি একটি স্বাভাবিক বিষয়, তবে এ বছর আমরা করমর্দন এড়িয়ে চলার চেষ্টা করব।’

করোনাভাইরাস আতঙ্কের মধ্যেও ক্রিকেটের দিকেই মনযোগী হবার আভাস দিলেন তামিম। তিনি বলেন, ‘বিসিবি আমাদের অভিভাবক এবং আমি নিশ্চিত, তারা আমাদের জন্য সর্বোত্তম পদক্ষেপই নিবে। আমাদের জন্য ক্ষতিকর এমন কোন সিদ্বান্ত তারা নিবে না।’ এবারের বঙ্গবন্ধু ডিপিএলের টাইটেল স্পন্সর শীর্ষস্থানীয় কর্পোরেট কোম্পানি ওয়ালটন। আজ এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় বিসিবি।

ওয়ালটনের নির্বাহী ডিরেক্টর উদয় হাকিম বলেন, ‘বিসিবি যেহেতু গ্যালারিতে জনসমাবেশ রাখছে না। তারপরও লিগটি সঠিক সময়ে শুরু হচ্ছে। কারন এসময় আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের কোন খেলা নেই। তাই আমরা লিগে সকল তারকা ক্রিকেটারকেই পাচ্ছি।’

সম্পর্কিত পোস্ট

ভারতকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ

banglarmukh official

সাকিবের নতুন ভিডিও ভাইরাল

banglarmukh official

দ.আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ অলআউট ১০৬

banglarmukh official

বিদায়ী টেস্ট খেলতে দেশে ফেরা হচ্ছে না সাকিবের

banglarmukh official

শাহিন বাবর নাসিম বাদ, যা বললেন আফ্রিদি

banglarmukh official

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানি লেগ-স্পিনার

banglarmukh official