31 C
Dhaka
এপ্রিল ৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ নারী ও শিশু

কলেজ ছাত্রের সঙ্গে নার্সিং শিক্ষার্থীর প্রেম, অতঃপর…

রাজবাড়ী নার্সিং কলেজের এক শিক্ষার্থীকে (২০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা করেছেন। শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন।

ভুক্তভোগী রাজবাড়ী নার্সিং কলেজের বিএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে অভিযুক্ত মো. জাহিদুল ইসলাম পটুয়াখালী জেলার ঝাটিয়াবুনিয়া গ্রামের মো. মিজনুর রহমানের ছেলে। জাহিদুল রাজবাড়ী আইডিয়াল কলেজের ছাত্র বলে জানা গেছে।

ভুক্তভোগী ওই ছাত্রী জানান, জাহিদুলের সঙ্গে ছয় মাস যাবত আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের একপর্যায়ে গত ৬ মার্চ জাহিদুল তার রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা কবর স্থানের বাসা বাড়িতে বেড়াতে নিয়ে যান।

সেখানে বিয়ের প্রলোভনে দেখিয়ে সে তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করেন। পরে তাকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে সে তাকে নানান রকম অজুহাত দেখান। এবং বিভিন্ন রকম খুন, জখমের হুমকী ধামকী প্রদান করেন।

এমতাবস্থায় কোন উপায়ন্তর না দেখে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করতে বাধ্য হন বলে জানায় ভুক্তভোগী শিক্ষার্থী।

এ বিষয়ে রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, ওই শিক্ষার্থী নার্সের মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official