কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় যুবদল নেতা মো. শরিফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার (২৬ মার্চ) দুপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন ও শেখ হাসিনা অবৈধ নির্বাচনের প্রতিবাদে সভা করার সময় এই উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুরে এই হামলা চালানো হয়।
জানা গেছে, দুপুরের দিকে প্রতিবাদ সমাবেশ চলাকালীন সময় উপজেলা আওয়ামী লীগ নেতা রাশেদুল কাউসার ভূইয়া জীবনের নেতৃত্বে মনির হোসেন, সাদেক সরকারসহ স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা অতর্কিত হামলা করে। এসময় সভার অনেকে পালিয়ে গেলেও হামলার শিকার হন শরিফুল ইমলাম।
আক্রমণের শিকার যুবদল নেতা শরীফুল ইসলাম জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের সভা ছিলো। সেখানে এসে এভাবে হঠাৎ আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করে বসে। সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আমার পায়ে মারাত্মক জখম হয়েছে।
আহত যুবদল নেতা মো. শরিফুল ইসলাম উপজেলার বায়েক ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শরিফুল ইসলামের পরিবার সূত্রে জানা গেছে, বিএনপির রাজনীতিতে জড়িত থাকার কারণে কয়েকদিন ধরে তাকে হুমকি দিয়ে আসছিলো আওয়ামী লীগের নেতারা।
এদিকে যুবদল নেতার উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি মো. ইলিয়াস, সাধারণ সম্পাদক মো. ইকলিল আজম, সাংগঠনিক সম্পাদক মো. শরীফূল ইসলাম ভূইয়া এবং উপজেলা যুবদলের সভাপতি ওসমান হারুনুর রশিদ। আওয়ামী লীগ কর্তৃক বিএনপির সভায় হামলার বিষয়ে মামলা করার প্রস্ততি নিচ্ছে বলেও জানান উপজেলা বিএনপির নেতারা।