বিরাট কোহলি সেঞ্চুরি করলেন। খেললেন ১১৬ রানের দুর্দান্ত এক ইনিংস। ঘরের মাঠে অধিনায়কের এমন এক ইনিংসের পরও তো ভারতের রান অস্ট্রেলিয়ার ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ার কথা। কিন্তু তা আর হলো কই? টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কোহলির সেঞ্চুরি সত্ত্বেও স্বাগতিক ভারতকে থামতে হয়েছে কেবল ২৫০ রানের মাথায়।
নাগপুরের বিদর্ভ ক্রিকেট স্টেডিয়াম মাঠে টস হেরে ব্যাট করতে নামার পর প্রথম ওভারেই প্যাট কামিন্সের বলে অ্যাডাম জাম্পার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত শর্মা। কোনো রান না করেই ফিরে যান ‘রো-হিট’।
এরপর মাঠে নামেন বিরাট কোহলি। শিখর ধাওয়ানকে নিয়ে গড়েন ৩৮ রানের জুটি। ২৯ বলে ২১ রান করে আউট হয়ে যান শিখর ধাওয়ান। এরপর আম্বাতি রাইডুও ফিরে যান ৩২ বলে ১৮ রান করে। অসিদের সাঁড়াসি বোলিংয়ের সামনে ৭৫ রানে ৩ উইকেট হারায় ভারত।
প্রবল চাপের মুখে পড়ে যায় ভারতের ব্যাটিং। এ সময় বিজয় শঙ্করকে নিয়ে ৭৯ রানের দারুণ এক জুটি গড়ে তোলেন বিরাট কোহলি। যদিও দলীয় ১৫৬ রানের মাথায় বিজয় শঙ্কর আউট হয়ে যান ব্যক্তিগত ৪৬ রান করে। এরপর কেদার যাদব করেন মাত্র ১১ রান এবং মহেন্দ্র সিং ধোনি মারেন গোল্ডেন ডাক।
শেষ দিকে রবীন্দ্র জাদেজা ৪০ বলে ২১ রানের ধৈয্যশীল ইনিংস খেলার কারণে বিরাট কোহলি ৪০ তম সেঞ্চুরির মাইলফলকে পৌঁছে যান বিরাট কোহলি। শেষ পর্যন্ত দলীয় ৪৮তম ওভারের প্রথম বলেই ১১৬ রান করে আউট হয়ে যায় বিরাট কোহলি। ভারতও শেষ পর্যন্ত স্কোরবোর্ডে তুলতে পারলো কেবল ২৫০ রান।
অসি পেসার প্যাট কামিন্স একাই নেন ৪ উইকেট। ৯ ওভার দিয়ে তিনি নেন ২টি মেডেন। রান দেন মাত্র ২৯টি। ২ উইকেট নেন অ্যাডাম জাম্পা। ১ উইকেট করে নেন নাথান কাউল্টার নেইল, গ্লেন ম্যাক্সওয়েল এবং নাথান লিওন।