ইউক্রেনের খারকিভ শহরের কাছে একটি আবাসিক ভবনে রাশিয়ার গোলা বর্ষণে দুই শিশুসহ চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস (এসইএস)।
বুধবার রাতে ইউক্রেনের দক্ষিণ-পূর্ব স্লোবোঝানস্ক গ্রামে এই গোলা বর্ষণ করে রাশিয়া। এ ছাড়া এই ঘটনায় গুরুতর আহত পাঁচ বছর বয়সী এক মেয়ে শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসি অনলাইনের।
এসইএস জানিয়েছে, উদ্ধারকারীরা ভবনের ধ্বংসস্তুপ থেকে বৃহস্পতিবার মৃতদেহ উদ্ধারে অভিযান চালাবে। এ ছাড়া খারকিভের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি শপিং মলে রাশিয়ার বোমায় হামলায় আগুন ধরে যায়। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার অভিযানের ১৫ তম দিন চলছে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সেনারা। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।