হুজাইফা রহমানঃ
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত সত্যেন সেন জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতায় বরিশালের বিশিষ্ট তরুণ সঙ্গীত শিল্পী কমল ঘোষ বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
গত ২৮ শে মার্চ ঢাকা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় এই চূড়ান্ত প্রতিযোগিতা। এবং ২৯ শে মার্চ ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সঙ্গীত শিল্পী কমল ঘোষকে পুরষ্কার তুলে দেন স্বাধীন বাংলা বেতারের বিশিষ্ট শিল্পীবর্গ। এর আগে ৯ ই মার্চ বরিশালে অনুষ্ঠিত জেলা গণসঙ্গীত প্রতিযোগিতায় বড়দের (গ) বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করেন। এরপর ১৬ ই মার্চ বরিশালে অনুষ্ঠিত বিভাগীয় গণসঙ্গীত প্রতিযোগিতায় বড়দের (গ) বিভাগ থেকে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রথম হওয়া প্রতিযোগীদের মধ্যে আবারো প্রথম স্থান অর্জন করেন।
তরুণ এই মেধাবী সঙ্গীত শিল্পী কমল ঘোষ একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তিনি একাধারে সঙ্গীত শিল্পী, সুরকার, নাট্যশিল্পী ও সংগঠক। তার পিতা বরিশালের সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট সাংবাদিক, সংগঠক ও নাট্যজন কাজল ঘোষ। মাতা রেবা ঘোষ নাট্যশিল্পী ও সঙ্গীত শিল্পী এবং তার দাদা সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী উস্তাদ পঞ্চানন ঘোষ মাস্টার মশাই বরিশালের বিশিষ্ট শিক্ষক ছিলেন।