অনলাইন ডেস্ক:
ঝালকাঠির রাজাপুরে মেহেদী হাসান শুভ (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর হাত-পা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম বড়াইয়া গ্রামে মাঠ থেকে হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
মেহেদী বড়ইয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ত। সে পশ্চিম বড়াইয়া গ্রামের মাহবুব হাওলাদারের ছেলে।
মেহেদীর বাবা আবদুল্লাহ আল মাহবুব জানান, গত রাতে তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে কেউ ডেকে নিয়ে যায়। সকালে বিলের বাড়ি এলাকার একটি মাঠে হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম অবস্থায় শুভকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে গুরুত্বর অবস্থায় বরিশাল সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের বাবা ও মা জানান, পিকনিকের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে ছেলেকে হত্যা করা হয়েছে। ছেলের খুনিদের বিচার দাবি করেছেন তারা।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ।
রাজাপুর থানার ওসি জাহিদুল ইসলাম জানান, শুভর নামে রাজাপুর থানায় দুটি হত্যা মামলা রয়েছে। তাকে কি কারণে এবং কারা হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।