এপ্রিল ১১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্যাম্পাস রাজণীতি

ডিআইইউ সাতারকুল ক্যাম্পাস ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা।

ই এম রাহাত ইসলাম, ডিআইইউ প্রতিনিধি:

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা অন্তর্গত সাতারকুল (বাড্ডা) স্থায়ী ক্যাম্পাস শাখার ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী- নাজমুল হক সাগর এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের আবু বকর সিদ্দিক খান।

উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ওবায়দুল হক রিমন ও মোনালিসা মুন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ফার্মেসী বিভাগের নাঈম মাহমুদ ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আদিবা মেহনাজ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের সজিব হাসান।

রবিবার (২৭ মার্চ) ডিআইইউ শাখা ছাত্রলীগের সভাপতি মো. হাসনাইম ইমতিয়াজ ও সাধারণ সম্পাদক লিমন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিআইইউ সাতারকুল (স্থায়ী) ক্যাম্পাসের এ কমিটি ঘোষণা করা হয় এবং সেই সাথে এই কমিটি কে আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্নাঙ্গ করার জন্যও বলা হয়েছে।

নতুন কমিটির সভাপতি নাজমুল হক সাগর বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক শেখ মুজিবুর রহমানের আদর্শে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র অন্তর্ভুক্ত সাতারকুল (স্থায়ী) ক্যাম্পাস শাখাকে সুসংগঠিত করে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাবো। বাংলাদেশ ছাত্রলীগের ঘাঁটি হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাতারকুল ক্যাম্পাসকে দূর্গ হিসেবে তৈরি করতে চাই এবং সকল প্রকার মাদক ও সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস গঠনে সকলের সহযোগিতা কামনা করি।

সহ সভাপতি, ওবায়দুল হক রিমন বলেন, জাতির জনকের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সবসময় ছাত্রদের অধিকার আদায়ে ছাত্রদের পাশে থাকে। আমরা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাতারকুল ক্যাম্পাস সবসময় ছাত্রদের পাশে আছি। যেকোন সমস্যায় আমরা ছাত্রদের পাশে থেকে কাজ করব।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official

চাচা ডেকে সাবেক প্রতিমন্ত্রী এনামুরকে বিয়ে করেন ফরিদা

banglarmukh official

কাদেরের কললিস্টে নায়িকা-নেত্রীদের তালিকা ভাইরাল

banglarmukh official

স্ত্রী-কন্যাসহ খায়রুজ্জামান লিটনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

banglarmukh official

আনিসুল শাজাহানসহ নতুন মামলায় গ্রেফতার ৯

banglarmukh official