33 C
Dhaka
এপ্রিল ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন

পাস ছাড়া সুন্দরবনে ঢুকে কারাগারে ১১ জেলে

নিয়মনীতির তোয়াক্কা না করে মাছ শিকার করতে পাস ছাড়া সুন্দরবনে প্রবেশ করায় ১১ জেলেকে গ্রেফতার করেছে বনবিভাগ। শনিবার (১২ মার্চ) সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ভোরে পূর্ব সুন্দরবনের দুবলার ভাঙ্গাখাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাছ শিকারের কাজে ব্যবহৃত একটি ট্রলার ও কয়েকটি জালও জব্দ করে বনবিভাগ।

গ্রেফতার জেলেরা হলেন- সিরাজুল ঢালী (৩৮), আবু সাইদ (৪০), দিদারুল ইসলাম (৩৫), আবু সাইদ (৩৮), মো. জাহাঙ্গীর (৩৬), আবুল বাসার (৩৪), মো. ইয়ারুল (৩২), মো. হানিফা (৩৪), মাহাবুবুর রহমান (২২), মিজানুর রহমান (৪৫) ও মাসুম বিল্লা (৩২)। এদের সবার বাড়ি খুলনার কয়রা উপজেলায়।

সুন্দরবনের দুবলা ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রহ্লাদ চন্দ্র রায়ের বরাত দিয়ে বন মামলার পরিচালক (এফসিসিও) ও বাগেরহাট সদর রেঞ্জ কর্মকর্তা মো. নুরুজ্জামান জাগো নিউজকে বলেন, এসব জেলে বনবিভাগের অনুমতি ছাড়া সুন্দরবনে মাছ শিকারে ঢুকে পড়ে। বনবিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের বনরক্ষীরা নিয়মিত টহলের সময় তাদের আটক করে। জেলেদের ট্রলারে মাছ না পাওয়া গেলেও জাল পাওয়া যায়।

এ বন কর্মকর্তা আরও বলেন, আটক জেলেরা সুন্দরবনের অভ্যন্তরে ঢোকার কোনো অনুমতিপত্র দেখাতে পারেনি। দুবলা ক্যাম্পের সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বাদী হয়ে তাদের নামে বন আইনে পিওআর (প্রশিকিউশন অফেন্স রিপোর্ট) মামলা করেন। পরে তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।

সম্পর্কিত পোস্ট

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official

দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের যে বার্তা দিলেন সেনাপ্রধান

banglarmukh official

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নাই: আইজিপি

banglarmukh official

১২ পুলিশ সুপারকে বদলি

banglarmukh official

মামলা বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে এসআই প্রত্যাহার

banglarmukh official