নিয়মনীতির তোয়াক্কা না করে মাছ শিকার করতে পাস ছাড়া সুন্দরবনে প্রবেশ করায় ১১ জেলেকে গ্রেফতার করেছে বনবিভাগ। শনিবার (১২ মার্চ) সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে ভোরে পূর্ব সুন্দরবনের দুবলার ভাঙ্গাখাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাছ শিকারের কাজে ব্যবহৃত একটি ট্রলার ও কয়েকটি জালও জব্দ করে বনবিভাগ।
গ্রেফতার জেলেরা হলেন- সিরাজুল ঢালী (৩৮), আবু সাইদ (৪০), দিদারুল ইসলাম (৩৫), আবু সাইদ (৩৮), মো. জাহাঙ্গীর (৩৬), আবুল বাসার (৩৪), মো. ইয়ারুল (৩২), মো. হানিফা (৩৪), মাহাবুবুর রহমান (২২), মিজানুর রহমান (৪৫) ও মাসুম বিল্লা (৩২)। এদের সবার বাড়ি খুলনার কয়রা উপজেলায়।
সুন্দরবনের দুবলা ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রহ্লাদ চন্দ্র রায়ের বরাত দিয়ে বন মামলার পরিচালক (এফসিসিও) ও বাগেরহাট সদর রেঞ্জ কর্মকর্তা মো. নুরুজ্জামান জাগো নিউজকে বলেন, এসব জেলে বনবিভাগের অনুমতি ছাড়া সুন্দরবনে মাছ শিকারে ঢুকে পড়ে। বনবিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের বনরক্ষীরা নিয়মিত টহলের সময় তাদের আটক করে। জেলেদের ট্রলারে মাছ না পাওয়া গেলেও জাল পাওয়া যায়।
এ বন কর্মকর্তা আরও বলেন, আটক জেলেরা সুন্দরবনের অভ্যন্তরে ঢোকার কোনো অনুমতিপত্র দেখাতে পারেনি। দুবলা ক্যাম্পের সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বাদী হয়ে তাদের নামে বন আইনে পিওআর (প্রশিকিউশন অফেন্স রিপোর্ট) মামলা করেন। পরে তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।