ইফতার শেষ হতেই বাসার ছাদে কিংবা গলির মোড়ে সব জায়গায়ই চাঁদ দেখার এক অদ্ভুত ভীড় জমলো। কেউ ছবি তুলতে ব্যস্ত আবার কেউ ফেজবুক লাইভে!
বাংলাদেশের আকাশে শুক্রবার (২৪ মার্চ) বিস্ময়কর সুন্দর এক চাঁদ দেখা গেল। কেননা, চাঁদের ঠিক নিচে অবস্থান করছিলো এক তারা। এই দুইয়ে মিলে অনেকটা আরবি ‘বা’ হরফের রূপ ধারণ করেছিলো। যা দেখতে হাজার হাজার মানুষ রাস্তায় ভীড় করে এবং কৌতুহলী প্রশ্নে ফেজবুকে পোস্টে হিড়িক পড়ে যায়।
মূলত রমজানের চাঁদের ঠিক নিচ বরাবর শুক্রগ্রহের অবস্থানের কারণেই চাঁদ ও তারাকে মিলে এমন অদ্ভুত লেগেছে।
শুক্রগ্রহকে অনেক সময় পৃথিবীর ‘বোন গ্রহ’ বলে আখ্যায়িত করা হয়, কারণ পৃথিবী এবং শুক্রের মধ্যে গাঠনিক উপাদান এবং আচার-আচরণে বড় রকমের মিল রয়েছে।
এই গ্রহটি যখন সকাল বেলায় পৃথিবীর আকাশে উদিত হয় তখন একে লুসিফার বা শয়তান নামেও ডাকা হয়ে থাকে। বাংলায় সকালের আকাশে একে শুকতারা এবং সন্ধ্যার আকাশে একে সন্ধ্যাতারা বলে ডাকা হয়ে থাকে।