এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ আদালতপাড়া নারী ও শিশু প্রশাসন বরিশাল

বরিশালে কিশোরীকে অপহরণে দায়ে একজনের ১৪ বছর কারাদন্ড

নিউজ ডেস্ক:

কিশোরী কন্যাকে অপহরণের অপরাধে ইলিয়াস সিকদার নামে একজনকে ১৪ বছর কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একবছর কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (৫ মার্চ) জেলা জজ আবু শামীম আজাদ বিচারাধীন বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসামীর অনুপস্থিতিতে এ রায় দেন।

আদালত সূত্র জানায়, সাজাপ্রাপ্ত ইলিয়াস উজিরপুর উপজেলার রামেরকাঠি গ্রামের খলিল শিকদারের ছেলে। তার বিরুদ্ধে ওই ট্রাইব্যুনালে ২০০৬ সালের ১৩ জুন মামলা দায়ের করেন একই এলাকার সেকেন্দার বেপারী।

অভিযোগে তিনি বলেন, তার কিশোরী কন্যা রামেরকাঠি হাইস্কুলে ৯ম শ্রেনীতে পড়ত। স্কুলে যাওয়া আসার পথে ইলিয়াস তাকে উত্যক্ত করত। নিষেধ করলে একই সালের ৪ জুন কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। এভাবে মামলা দায়ের হলে ট্রাইব্যুনাল উজিরপুর থানা পুলিশকে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

জিডি মূলে নারায়ণগঞ্জ থানা পুলিশ ১৭ জুন কিশোরীকে উদ্ধার করে উজিরপুর থানায় হস্তান্তর করে। থানাপুলিশ ভিকটিমকে আদালতে সোপর্দ করে। তদন্তে সত্যতা পেয়ে থানার এস আই রকিবুজ্জামান ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর ইলিয়াসের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

রাষ্ট্রপক্ষ ৫ জনের সাক্ষ্য প্রদানে সক্ষম হয়। সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হলে ট্রাইব্যুনাল ইলিয়াসকে ওই সাজা দেন।

এ রায়ের সময় পলাতক থাকায় ইলিয়াসের বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official