29 C
Dhaka
অক্টোবর ২৩, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল

বরিশালে ছিনতাইকারী আটক

শামীম আহমেদ ॥

পূর্বশত্রুতার জের ধরে ব্যাবসায়ীর স্ত্রীকে কুপিয়ে ভুড়ি বের করে দিয়ে ১ লাখ ১০ হাজার টাকা ছিনতাই মামলার আসামীকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ। বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর)খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গ্রেফতারকৃত আসামি লাল মিয়া(২৯) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের রবিপুর গ্রামের বাশার হাওলাদারের ছেলে।

 

উপ-পুলিশ কমিশনার(উত্তর) খাইরুল আলম জানান,গত ২০ ফেব্রয়ারি সকালে ঢাকায় টাইলস ব্যাবসায়ী হানিফের স্ত্রী নিশি বেগম বরিশাল থেকে ঢাকায় যাওয়ার জন্য বরিশাল ফকির বাড়ী রোড হোটেল আবিদের কর্মচারী লাল মিয়া(২৯) কে এ্যাডভেঞ্চার লঞ্চে সিট রাখতে বলেন।বিকাল ৫ টায় নিশি বেগম বাড়ি থেকে বরিশাল লঞ্চঘাটে এসে লালমিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেন।

 

তখন লালমিয়া নিশিবেগমকে কাশীপুরে জমি দেখানোর কথা বলে অটোরিক্সায় কাশীপুর নিয়ে রাস্তার পাশে নির্জন যায়গায় বসে নিশিবেগমকে লালমিয়ার সাথে থাকা চাকুদিয়ে কুপিয়ে ভুড়ি বের করে দিয়ে নিশিবেগমের সাথে থাকা ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।পরে স্থানীয়ারা নিশি বেগমকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।

 

পরে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।এ ঘটনায় নিশি বেগমের স্বামী ঢাকায় টাইলস ব্যাবসায়ী হানিফ এব্যাপারে গত ২৬ ফেব্রয়ারি বরিশাল বিমান বন্দর থানায় একটি ছিনতাই মামলা করেন।

 

উপ-পুলিশ কমিশনার খাইরুল আলম আরও জানান,ইতিপূর্বে আসামী লাল মিয়ার সাথে নিশি বেগমের স্বামী হানিফের অর্থলেনদেন সংক্রান্ত শত্রুতা ছিল।

 

রবিবার (৮ মার্চ)দুপুরে উপ-পুলিশ কমিশনার(উত্তর) খাইরুল আলমের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং সহকারি পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) মোঃ রবিউল ইসলাম শামিম এর নের্তৃত্বে বিমানবন্দর থানার ওসি (অপারেশন) মোস্তাফিজুর রহমান,এস আই মাইনুলের টিম বরিশাল ফকিরবাড়ী রোড হোটেল আবিদ থেকে লাল মিয়াকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত আসামি লাল মিয়াকে আজ সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

রাষ্ট্রপতিকে পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

banglarmukh official

মুলাদীতে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ জামায়াতের

banglarmukh official

বরিশাল বোর্ডে সেরা ঝালকাঠি, পিছিয়ে পটুয়াখালী

banglarmukh official

নগরে নতুন নতুন অটোরিকশা: কারখানা বন্ধে ওসিদের নির্দেশ

banglarmukh official

‘আজ ওর ফল প্রকাশ হলো, কিন্তু মেয়েটা আমার নেই’

banglarmukh official

জমি নিয়ে বিরোধের জেরে যুবককে মারধরের অভিযোগ

banglarmukh official