29 C
Dhaka
অক্টোবর ৩০, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ প্রশাসন বরিশাল

বরিশাল কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

শনিবার (১৭ মার্চ) দুপুর ১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  জাফর গাজী (৪৮) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

জাফর পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার চরহোসনাবাদ এলাকার মৃত নূর হোসেন গাজীর ছেলে। বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার মো. বদরুদ্দোজা বলেন, শুক্রবার (১৬ মার্চ) রাতে হৃদযন্ত্রে সমস্যা দেখা দিলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে রাতেই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ইউনিট-১ এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে দিকে তার মৃত্যু হয়।

আইন অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। জাফর গাজী পটুয়াখালীতে নারী নির্যাতন ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্ধি (নং ৬৭৫০/এ) হিসেবে রয়েছে। হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মারাত্মক উচ্চ রক্তচাপের কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

সম্পর্কিত পোস্ট

১৭ পুলিশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

banglarmukh official

এই সুযোগ নষ্ট হলে দেশ অনেক পিছিয়ে যাবে: ড. ইউনূস

banglarmukh official

রাষ্ট্রপতির বিষয়ে যে সিদ্ধান্ত হলো উপদেষ্টা পরিষদে

banglarmukh official

বিএনপি-জামায়াতসহ সব দলকে একতাবদ্ধ থাকতে হবে: মামুনুল হক

banglarmukh official

গৌরনদী বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার

banglarmukh official

পায়রা সমুদ্রবন্দরের দিকে এগিয়েছে ঘূর্ণিঝড় ‘দানা’

banglarmukh official