বরিশাল শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৫’শ পিস ইয়াবাসহ ৫ মাদক বিক্রেতাকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২০ মার্চ) রাত ১১টার দিকে তাদের ডিবি পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) গোলাম কবিরের নেতৃত্বে এই অভিযান চালিয়ে আটক করা হয়।
আটকদের মধ্যে রয়েছেন- ওই এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা সজল ও জনি। বাকি ৩ জনের নাম পরিচয় জানা যায়নি।
বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের মুখপাত্র সহকারি কমিশনার (এসি) নাসির উদ্দিন মলিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন- আটকদের নিয়ে আসা হচ্ছে।
পরবর্তীতে বিষয়টি ইমেল বার্তায় সাংবাদিকদের অবহিত করা হবে।’’