এপ্রিল ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ঢাকা

বিচার কার কাছে চাইবো: প্রীতির বাবা

বিচার কার কাছে দেবো, বিচার করার মালিক একজন আল্লাহ। এখন বিশ্বে তো কোনো বিচার নেই। বিচার বলতে কিছু আছে? কোনো দেশেই ভালো বিচার নেই। বিচার করার মালিক একমাত্র আল্লাহ’— কথাগুলো বলছিলেন রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে নিহত কলেজছাত্রী সামিয়া আফরান জামাল প্রীতির (১৯) বাবা জামাল উদ্দিন।

শুক্রবার (২৫ মার্চ) দুপুর ২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গের সামনে জাগো নিউজকে এ কথা বলেন জামাল উদ্দিন।

জামাল উদ্দিন বলেন, আমার মেয়ের সঙ্গে যা ঘটেছে তা অনিচ্ছাকৃত। টার্গেট ছিল একজন, দুইজন মারা গেছেন। আল্লাহ মরণ হয়তো এভাবেই লিখে ছিলেন। কোনো বাবা-মা’ই সন্তানের এভাবে মৃত্যু চায় না। এটা সহ্য করার মতো না। কী করবো বলেন।

প্রীতির বাবা বলেন, বিচার চাইয়া লাভ নেই। নিরীহ মানুষ আমরা। সাধারণ জীবন-যাপন করি। আমরা মুক্তিযোদ্ধার পরিবার। ভালো থাকার চেষ্টা করি। বিচার চাওয়ার কিছু নেই। যার কাছে চাওয়ার, তার কাছেই চাইতে হয়। মানুষের কাছে কি চাইবো। আল্লাহ যেন মানুষকে হেদায়েত দেন, শান্তি দেন।

প্রীতির ময়নাতদন্ত শেষে রাজধানীর মালিবাগে নিজ বাসায় নিয়ে যাবেন বলে জানান জামাল উদ্দিন। সেখানে সন্ধ্যায় জানাজা শেষে শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হবে।

এরআগে বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামিয়া হাসপাতালের সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান জামাল প্রীতি (২২)। আহত হয়েছেন আরও একজন।

সম্পর্কিত পোস্ট

হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

banglarmukh official

সাংবাদিকরা ভুয়া নিউজ করে আমাদের ১২টা বাজিয়ে দিচ্ছে

banglarmukh official

ঢাকার প্রাণ বুড়িগঙ্গা এখন এক নর্দমা

banglarmukh official

ফিল্মি স্টাইলে আদালত চত্বর থেকে আসামি ছিনতাই চেষ্টা

banglarmukh official

সাভারে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৩

banglarmukh official

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৪

banglarmukh official