বিশ্বে পরমাণু যুদ্ধের হুমকি বাড়ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু যুদ্ধের সবচেয়ে বড় হুমকিদাতা৷ তাই বিশ্ব সন্ত্রাসের সবচেয়ে বড় জঙ্গি যুক্তরাষ্ট্র৷ এই ভাষাতেই যুক্তরাষ্ট্রকে বিঁধল জঙ্গি সংগঠন জামাত উদ দাওয়া প্রধান হাফিজ সাঈদ৷
এক ধর্মীয় জনসভায় গতকাল শুক্রবার সাঈদ বলেন, বিশ্বে পরমাণু যুদ্ধের হুমকি বিগত কয়েক দশক ধরে মাথা চাড়া দিয়ে উঠেছে৷ তার প্রধান কারণ আমেরিকার হস্তক্ষেপ৷ পাশাপাশি, আমেরিকার কথা মেনে চলার জন্য পাকিস্তানকেও এক হাত নেন তিনি৷
হাফিজ এদিন সন্ত্রাস প্রসঙ্গে সেই সভায় বলেন, আমেরিকার তোষামোদ করার জন্যই এখন পাকিস্তান ও আফগানিস্তানের এই সন্ত্রাস বিদ্ধস্ত হাল৷ আফগানিস্তানে আমেরিকার ব্যর্থতার দায়ভার পাকিস্তানের ওপর চাপালেও, তা সঠিক নয় বলে জানিয়েছে এই কুখ্যাত জঙ্গি৷
এর আগে, মার্কিন সেনাবাহিনীকে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনা করে ইরান। আইএস নয়, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় জঙ্গি বাহিনী হিসাবে মর্যাদা পেতে পারে মার্কিন সেনাবাহিনী। আমেরিকাকে আক্রমণ করে ইরানের জাতীয় নিরাপত্তা ও বিদেশ নীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র সায়েদ হোসেন নাকাভি হোসেইনি এই মন্তব্য করেন।