32 C
Dhaka
মার্চ ১২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বিনোদন

বিয়ের আগেই তামান্না-বিজয়ের ভাঙন!

গত বছর থেকে গণমাধ্যমে শিরোনামে বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার সম্পর্ক। শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন তারা এমনটাও শোনা গিয়েছিল। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করা এ জুটির সম্পর্কে ভাঙন দেখা দিয়েছে। ভারতীয় গণমাধ্যম পিংক ভিলা নিজেদের এক প্রতিবেদনে এমনটি দাবি করেছে। তবে, তামান্না কিংবা বিজয় এখনও বিষয়টি নিয়ে মুখ খুলেনি। খবর এনডিটিভির।

সূত্রের বরাতে পিংক ভিলা জানিয়েছে, গত সপ্তাহে তামান্না ও বিজয় সম্পর্ক শেষ করতে একমত হয়। তবে তারা দুজন ভালো বন্ধু থাকা নিয়ে দৃঢ়। বর্তমানে নিজ নিজ কাজে ব্যস্ত রয়েছে তারা।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না জানিয়েছিলেন, আগামী বছর তারা বিয়ে করবেন। সাক্ষাৎকারে এ বলিউড অভিনেত্রী বলেন, আমি জীবন নিয়ে খুশি রয়েছি। বিয়েও হতে পারে, কেন নয়? আমার মতে, বিয়ে ও ক্যারিয়ারের মধ্যে কোনো কানেকশন নেই। আমি উচ্চাকাঙ্ক্ষী। বিয়ের পরও আমি অভিনয় চালিয়ে যেতে চাই।

২০২৩ সালে নতুন বছরের এক পার্টিতে বিজয় ও তামান্নাকে একসঙ্গে দেখা যায়। এরপরই দুজনের সম্পর্কের গুঞ্জন উঠে। এ গুঞ্জন আরও দৃঢ় হয় কারণ এরপর থেকে বিভিন্ন জায়গায় তাদেরকে একসঙ্গে দেখা যায়। লাস্ট স্টোরি-২ এর প্রচারের সময় নিজেদের সম্পর্কের বিষয়ে সবাইকে জানান এ জুটি। এ ওয়েব সিরিজের সময় তামান্না ও বিজয় সম্পর্কে জড়ায় বলে জানা গেছে।

সম্পর্কিত পোস্ট

বিয়ের পর ফের সুখবর পেলেন মেহজাবীন

banglarmukh official

আত্মহত্যা করেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী পামেলা

banglarmukh official

বোরকা নিয়ে সানা-সম্ভাবনার বিতণ্ডা

banglarmukh official

শাহিদের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ জানালেন কারিনা

banglarmukh official

মিমির অত্যাচারে অতিষ্ঠ হয়ে সামাজিক মাধ্যমের যা বললেন অভিনেতা

banglarmukh official

সোনা পাচারের অভিযোগে অভিনেত্রী গ্রেফতার, মিলল চাঞ্চল্যকর তথ্য

banglarmukh official