28 C
Dhaka
এপ্রিল ২১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অর্থনীতি জাতীয় রাজণীতি

ব্যবসাবান্ধব হতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব হতে চায়।

মন্ত্রী বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর মন্ত্রণালয়ের প্রথম বৈঠকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেন-এ সরকার হবে ব্যবসাবান্ধব।

বুধবার (৬ মার্চ) বিকেলে আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে ২৭তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার (সিআইটিএফ) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, ‘চট্টগ্রামের সঙ্গে আমার সম্পর্ক তিন যুগের। পোশাক শিল্পে জড়িত থাকার সুবাদে চট্টগ্রামের ভালোবাসা আমি পেয়েছি। চট্টগ্রাম চেম্বার শতবর্ষী সংগঠন। প্রধানমন্ত্রীর লক্ষ্য বাস্তবায়নে রফতানিকে ১৫ বিলিয়নে নিয়ে যেতে চাচ্ছি, সোয়া কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির কথা বলছি। এসব করতে হলে চট্টগ্রামের উন্নয়ন সবার আগে হতে হবে।’

চট্টগ্রামের ব্যবসায়ীদের অভাব অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘চৌদ্দ আনা ব্যবসার বারো আনা এখানে। তাই সবচেয়ে বড় অফিসটা এখানেই হতে হবে। চট্টগ্রামকে প্রায়োরিটি দিতে হবে। চট্টগ্রামকে ঘিরেই পরিচালিত হবে দেশের ব্লু ইকোনমি।

চট্টগ্রামের শিপবিল্ডিং ও পর্যটনে আরও জোর দেয়ার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, চট্টগ্রামের শিপবিল্ডিং আরও ভালো হতে পারে। এখানে নজর দেয়া প্রয়োজন। এর চেয়েও সম্ভাবনাময় খাত পর্যটন। সত্যি বলতে চট্টগ্রামে পর্যটন খাতে আরও অনেক কিছু হতে পারতো, যা হওয়ার কথা তা হয়নি। পর্যটনে জোর দিলে বাণিজ্যনগরী প্রাণ ফিরে পাবে।’

চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শুভেচ্ছা বক্তব্য দেন মেলার চেয়ারম্যান ও চেম্বারের সিনিয়র সহ-সভাপতি নুরুন নেওয়াজ সেলিম। উপস্থিতি ছিলেন চট্টগ্রামের বিভিন্ন শিল্প গ্রুপের কর্ণধার, ব্যবসায়ী ও মেলায় অংশগ্রহনকারীরা।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official