দুই মাসের চলমান নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা নদীতে মাছ শিকার করার দায়ে স্থানীয় ১৪ জন জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও পুলিশ সদস্যরা। এসময় ওই জেলেদের কাছ থেকে ১০ কেজি ইলিশ ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আটক জেলেরা ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।
আটকদের শুক্রবার (১১ মার্চ) রাত সোয়া ১০ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহ আহমেদ জেল-জরিমানা করেন।
ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত ভোলা সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় দুই মাসের নিষেধাজ্ঞা অমান্য করে ভোলা সদর উপজেলার ইলিশা, ধনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার মেঘনা নদীতে মাছ শিকার করার সময় ১৪ জেলে ইলিশ ও কারেন্ট জালসহ আটক হন।
রাতেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৯ জনকে ৫ হাজার করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা ইলিশ স্থানীয় দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে এবং জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।
ইলিশের আভয়াশ্রম হওয়ায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাসের জন্য ভোলার ইলিশা থেকে চর পিয়াল মেঘনা নদীর শাহবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার ও ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার তেতুলিয়া নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।